shono
Advertisement
Jyotipriya Mallick

রেশন দুর্নীতি মামলায় এবার জ্যোতিপ্রিয়র হাতের লেখা পরীক্ষা, ইডিকে অনুমতি দিল আদালত

সূত্রের খবর, শিগগিরই তাঁর হাতের লেখার নমুনা সংগ্রহ করে হস্তরেখা বিশেষজ্ঞের কাছে পরীক্ষায় পাঠাবে ইডি।
Published By: Sucheta SenguptaPosted: 05:57 PM Apr 21, 2025Updated: 06:24 PM Apr 21, 2025

অর্ণব আইচ: রেশন দুর্নীতি মামলার দ্রুত কিনারা করতে তৎপর ইডি। 'দুর্নীতির সাগর' জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করা হবে। সোমবার আদালত থেকে এই অনুমতি পাওয়া গিয়েছে। খোঁজা হচ্ছে হস্তলেখা বিশেষজ্ঞ বা হ্যান্ডরাইটিং এক্সপার্টকে। জেলবন্দি থাকাকালীন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজের মেয়েকে চিঠি লিখেছিলেন। সেই চিঠি ইডির হাতে আসে। চিঠিটি জ্যোতিপ্রিয়রই লেখা কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। শিগগিরই তাঁর হাতের লেখার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠাবে ইডি।

Advertisement

২০২৩ সালের ডিসেম্বরে রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি সংশোধনাগারে একবছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন তিনি। চলতি বছরের প্রথম দিকে জামিনে মুক্তি পান। যদিও তার আগে একই মামলায় ধৃত শংকর আঢ্য, বাকিবুর রহমান সকলেই জামিন পেয়েছিলেন। সবশেষে জ্যোতিপ্রিয়র জামিন মেলে। এবার এই মামলার কিনারা করতে ইডি জ্যোতিপ্রিয়র হাতের লেখা পরীক্ষা করাতে চায়। আসলে জেলবন্দি থাকাকালীন মেয়ে প্রিয়দর্শিনীকে একাধিক চিঠি লিখেছিলেন প্রাক্তন মন্ত্রী। অভিযোগ, তাতে অর্থ লেনদেন সংক্রান্ত কোনও তথ্য তিনি জানাতে চেয়েছিলেন। পরবর্তী মেয়েকে লেখা সেই চিঠির কথা স্বীকার করেন জ্যোতিপ্রিয়।

তবে ইডির আশঙ্কা, এমন গোপন ব্যাপারে চিঠি লেখার কথা অস্বীকারও করতে পারেন প্রাক্তন মন্ত্রী। আর সেই কারণে হাতের লেখা পরীক্ষার সিদ্ধান্ত ইডির। চলতি মাসের শুরুতে এই আবেদন জানানো হয় আদালতে। সোমবার তার অনুমোদন মিলল।  দ্রুতই তাঁর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করে হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞকে দিয়ে তা পরীক্ষা করানো হবে বলে খবর। দুর্নীতি মামলার দ্রুত কিনারায় তা সাহায্য করবে বলে মত তদন্তকারীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করাবে ইডি, মিলল অনুমতি।
  • শিগগিরই তাঁর হাতের লেখার নমুনা সংগ্রহ করে হস্তরেখা বিশেষজ্ঞের কাছে পরীক্ষায় পাঠানো হবে।
  • হস্তরেখা বিশারদের সাহায্য নেওয়া হবে বলে খবর।
Advertisement