shono
Advertisement
Sheikh Shahjahan

শাহজাহানের ৩টি গাড়ি নিলামের আর্জিতে আদালতে ইডি, আরও বিপাকে সন্দেশখালির 'বাদশা'

আগামী ১৯ মার্চ মামলার শুনানির সম্ভাবনা।
Published By: Sayani SenPosted: 04:33 PM Mar 13, 2025Updated: 05:46 PM Mar 13, 2025

অর্ণব আইচ: আরও বিপাকে সন্দেশখালির 'বাদশা'। এবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাজেয়াপ্ত তিনটি গাড়ি নিলামের পথে ইডি। আদালতে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ১৯ মার্চ মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

গাড়িগুলি সরবেড়িয়ার গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হয়। একটি গাড়ির রেজিস্ট্রেশন শাহজাহানের নামে। অপরটি শেখ আলমগিরের নামে। ওই গাড়িটি গত বছরের ডিসেম্বরে কেনা হয়। যার দাম কমপক্ষে ২৭ লক্ষ টাকা। এবং তৃতীয় গাড়ির মালিকানা পাঞ্জাবের এক সংস্থার নামে। ওই গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়। এই তিনটি গাড়ি নিলামের আবেদন জানিয়ে আদালতে ইডি।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৫ জানুয়ারি। ওইদিন সকালে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহজাহানের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই নম্বর দুটি দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। ইডির কথা শুনে ফোন কেটে দেন। মুহূর্তের মধ্যেই কমপক্ষে ২-৩ হাজার লোক জড়ো হয়ে যান। আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তারপর থেকেই সাম্রাজ্য ছাড়া হয়ে যান শাহজাহান। ৫৫ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। এরপর মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সিবিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও বিপাকে সন্দেশখালির 'বাদশা'।
  • এবার শেখ শাহজাহানের বাজেয়াপ্ত তিনটি গাড়ি নিলামের পথে ইডি।
  • আদালতে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ১৯ মার্চ মামলার শুনানির সম্ভাবনা।
Advertisement