shono
Advertisement

Breaking News

SIR

টানা ছুটি, বিতর্ক ERO নিয়োগেও, কবে বঙ্গে এসআইআর? ইঙ্গিত দিল কমিশন

ঠিক কী কী সমস্যার কারণে বিলম্বিত এসআইআরের কাজ? বিস্তারিত জানাল কমিশন।
Published By: Sucheta SenguptaPosted: 08:55 AM Oct 13, 2025Updated: 09:00 AM Oct 13, 2025

স্টাফ রিপোর্টার: কথা ছিল, ছুটির মরশুম শেষ হওয়ার পর বাংলায় ভোটার তালিকার এসজাইয়ার শুরু হবে। কিন্তু কর্মী নিয়োগ-সহ একাধিক জটিলতায় সেই প্রক্রিয়া আপাতত শুরু করা নিয়ে সংশয় রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন কর্তাদের একাংশের ধারণা, নভেম্বরের আগে বাংলায় এসআইআর শুরু হওয়া সম্ভর নয়। এসআইআর পর্ব শুরু করার প্রথম সমস্যা বাংলায় চলতি মাসে উৎসবের লম্বা সরকারি ছুটি। সেইসঙ্গে ইআরও নিয়োগ নিয়ে নতুন জটিলতাও এই প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

কমিশনের এক সূত্রের মতে, দীপাবলি, ভাইফোঁটা, ছট এবং জগদ্ধাত্রী পুজোর জন্য আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ছুটি রাজ্য সরকারের। সরকারি অফিসে পুরোদমে কাজ শুরু হবে ২৯ অক্টোবর থেকে। তার উপর ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকা মেলানো বা 'ম্যাপিং'-এর কাজ শেষ হয়নি। এই কাজ শেষ না হলে এসআইআর শুরু কর যাবে না। তাছাড়া ৮০,৬০০টি বিএলও পদের মধ্যে সামান্য কিছু পদে নিয়োগ বাকি আছে। এই বিএলও-দের সবাইকে এখনও প্রশিক্ষণ দিয়ে ওঠাও যায়নি।

পাশাপাশি উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর সেখানকার এসআইআর প্রস্তুতির কাজ গত একসপ্তাহে থমকে গিয়েছে। যে কারণে এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে সদ্য উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল বাংলার এলেও উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিক ও বিএলও-দের সঙ্গে বৈঠক করা হয়নি। অক্টোবর মাসের শেষভাগে এই বৈঠকটি হওয়ার কথা।

এসবের পাশাপাশি নতুন সংকট দেখা দিয়েছে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-দের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগ। চলতি মাসের প্রথম সপ্তহে বিধি অনুযায়ী ইআরও পদে মহকুমা শাসক বা সম পদমর্যাদার সরকারি আধিকারিকদের নিয়োগ করায় কথা মনে করিয়ে নবান্নকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যাতে বলা হয়েছে, ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫২টিতে জুনিয়র আধিকারিকদের ইআরও হিসাবে নিয়োগ করা হয়েছে। যা কমিশনের গাইডলাইন বিরোধী। বিধি যাতে মানা হয়, তা নিশ্চিত করতে মুখ্যসচিব ও সিইও-কে নির্দেশ দিয়েছে কমিশন। এই ১৫২টি পদে পুনর্নিয়োগ না হলে এসআইআর প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা প্রবল।

অন্যদিকে সমস্যা বিএলও নিয়েও। জেলায় জেলায় ইআরও ও এইআরও পদগুলি পূর্ণ হয়ে গেলেও ৮০,১৪টি বিএলও পদের সামান্য কয়েকটিতে এখনও নিয়োগ বাকি। আবার কমিশনের '১২০০ ভোটার পিছু একটি বুথ' সংক্রান্ত সূত্র মেনে নতুন ১৩/৮৫৩টি বুথ বাড়ানোর প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে সিইও দপ্তর। সেক্ষেত্রে আরও ১৩,৮৫৩ জন বিএলও ছাড়াও বুথ অবজারভারদের নিয়োগ করতে হবে। দিল্লির অনুমতি মেনে সেই নিয়োগপর্ব সম্পন্ন করতে হবে। আবার বাংলায় এসে কমিশনের প্রতিনিধিদল ১৫ অক্টোবরের মধ্যে ম্যাপিং-সহ যাবতীয় প্রস্তুতিপর্ব সেয়ে ফেলতে নির্দেশ দিয়ে গিয়েছে। কিন্তু উৎসবের টানা ছুটির কারণে সেই কাজ কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থাকছেই। এই কারণেই রাজ্যের সিইও দপ্তরের কর্তাদের একাংশের ধারণা, দিল্লি চাইলেও উদ্ভুত পরিস্থিতিতে এ রাজ্যে চলতি অক্টোবর মাসে এসআইআর শুরু করা কঠিন। সেক্ষেত্রে, বিজ্ঞপ্তি জারি হলেও বাংলায় ভোটার তালিকার এসআইআর শুরু হতে নভেম্বর গড়িয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআরের কাজ?
  • নির্বাচন কমিশন কর্তাদের একাংশের মত, নভেম্বরের আগে তা হওয়া সম্ভব নয়।
  • একাধিক সমস্যা চিহ্নিত করেছেন তাঁরা।
Advertisement