shono
Advertisement

পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ

সুরের খেয়া পারাপার যে এভাবে থেমে যাবে কে জানত! The post পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 AM Mar 07, 2017Updated: 11:49 AM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকগানের সুর তিনি ছড়িয়ে দিয়েছিলেন নাগরিক সীমানায়৷টেলিভিশনের রিয়ালিটি শো তাঁর জন্যই পেয়েছিল মাটির সুর, মাটির গানের ছোঁয়া৷ পথ দুর্ঘটনা থামিয়ে দিল সেই সুরের সফর৷ প্রয়াত হলেন সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য৷

Advertisement

হুগলির গুড়াপে এক পথ দুর্ঘটনায় পড়েন শিল্পী ও তাঁর সঙ্গীরা৷ কলকাতা ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়ি৷ গাড়ি নয়ানজুলিতে পড়ে যায় বলে জানা যাচ্ছে৷ এমন জায়গায় দুর্ঘটনা ঘটে যেখানে উদ্ধারকাজ চালানো সহজ ছিল না৷ফলত বেশ খানিকটা পরেই উদ্ধার করা হয় তাঁদের৷ নিয়ে যাওয়া বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানে মৃত ঘোষণা করা হয় শিল্পীকে৷ তাঁর সঙ্গীদের অবস্থাও সঙ্কটজনক৷

বাঙালির কাছে ‘দোহার’ এখন পরিচিত নাম৷ শুধু পরিচিত বলা ভুল, এই প্রজন্মের কাছে লোকগান ও দোহার যেন অনেকটাই সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ শুধু গাওয়া নয়, লোকগানের গবেষণার দিকটিকেও সমানে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কালিকাপ্রসাদ৷ সেই সঙ্গে ছিল প্রয়োগের দিকটাও৷ প্রজন্ম পরম্পরায় লোকগানকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাটনটি যেন এই সময়ে তাঁর হাতেই তুলে দিয়েছিল প্রবহমান সময়৷ বাংলা ব্যান্ড যখন বাংলা গানের ইতিহাসে নতুন পরিবর্তন আনছে, তখন লোকগানকে নতুন আঙ্গিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে দোহার৷ যার প্রাণপুরুষ ছিলেন কালিকাপ্রসাদ৷ পরিবেশনা, আঙ্গিক নিয়ে সর্বদাই মেতে থাকতেন পরীক্ষা-নিরীক্ষায়৷ শুধু নাগরিক মঞ্চে তুলে ধরাই নয়, রিয়ালিটি শোয়ের মতো জায়গাতেও তিনি জনপ্রিয় করে তুলেছিলেন লোকগানকে৷ যে নিষ্ঠা, প্রজ্ঞা ও সর্বোপরি প্যাশন ছিল তাঁর কাজে, তাই তাঁকে সুরের জগতে অতিপ্রিয় ‘কালিকাদা’ করে তুলেছিল৷ কিন্তু সাত সুরের সে খেয়া পারাপার যে এভাবে থেমে যাবে কে জানত! থেকে গেল স্ত্রী-কন্যা, থেকে গেল বন্ধুদের চোখের জল৷ সংস্কৃতির জগৎ হারাল নিষ্ঠাবান গবেষককে৷ সংগীত হারাল তার আর এক সাধককে৷ শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও৷ তবু শেষযাত্রায় আর কেউ দোহার থাকে না, জীবনের গানও বোধহয় শেষমেশ স্বীকার করে নেয় এই নির্মম সত্যিকে৷ জীবনের সমস্ত সফলতা ফেলে তাই চলে যায় মানুষ, যেমন চলে গেলেন কালিকাপ্রসাদ৷ শুধু অসংখ্য গুণমুগ্ধ, বন্ধুর প্রশ্নটুকু থেকে গেল, ‘এই কি কথা ছিল কালিকা?’

The post পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার