shono
Advertisement

SSKM-এর চক্ষু বিভাগে আগুন, ওটি থেকে সরানো হল রোগীদের

অস্ত্রোপচার চলাকালীনই কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়৷ The post SSKM-এর চক্ষু বিভাগে আগুন, ওটি থেকে সরানো হল রোগীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:14 AM Nov 04, 2017Updated: 05:45 AM Nov 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন এসএসকেএম হাসপাতালে৷ শনিবার সকালে আগুন লাগল হাসপাতালের চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে৷ অস্ত্রোপচার চলাকালীনই কালো ধোঁয়া দেখতে পান চিকিৎসকরা৷ থমকে যায় অস্ত্রোপচারের কাজ৷ সঙ্গে সঙ্গে রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷

Advertisement

[রাধাকে খুনের আগে দৈহিক চাহিদা মেটায় ধৃত প্রেমিক]

ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বরে৷ প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷ বুধবারের এই ঘটনা মনে করিয়ে দিল রোনাল্ড রস বিল্ডিংয়ের আগুনের স্মৃতি৷ প্রসঙ্গত সেই ঘটনাও ঘটেছিল নভেম্বর মাসেই৷ হাসপাতালের ছ’তলার লাইব্রেরিতে ফলস সিলিংয়ের কাজ চলছিল, সেখান থেকেই আগুন লেগে ছড়িয়ে পড়ে জানা গিয়েছিল৷ বিল্ডিং-এর ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থ মজুত ছিল৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ সপ্তাহের প্রথমদিন ছিল সেদিন৷ হাসপাতালে বহু সংখ্যক রোগীও ছিলেন৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১৯টি ইঞ্জিন৷ স্বয়ং মুখ্যমন্ত্রীও ঘটনাস্থলে চলে যান, সঙ্গে ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমও৷ তাঁদের তদারকিতেই সমস্ত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার তদন্তেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

[WhatsApp-এর পর এবার স্তব্ধ Facebook Messenger, নাজেহাল গ্রাহকরা]

তবে এবারে অবশ্য চক্ষু বিভাগের আগুন ততটা ছড়াতে পারেনি৷ প্রথম থেকেই তা চিকিৎসকদের নজরে চলে আসায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন অনেকে৷ কোনও হতাহতের খবর না মিললেও এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে হাসপাতাল চত্বরে৷ বারবার কেন এভাবে আগুন লাগছে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে, তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা৷

[যুবতীদের ডান্স বারে নাচতে চাপ, শিলিগুড়ি থেকে ধৃত দম্পতি]

 

 

The post SSKM-এর চক্ষু বিভাগে আগুন, ওটি থেকে সরানো হল রোগীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার