সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্তফা দেওয়ার পর সংবাদ মাধ্যমে এই প্রথম মুখ খুলে রাজ্য সরকারকে তীব্র ভাষায় দুষলেন সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শুক্রবার এবিপি আনন্দ সংবাদ চ্যানেলে এক সাক্ষাৎকারে তাঁর পদত্যাগের নেপথ্যে রাজ্য সরকারের অসহযোগিতার গুরুতর অভিযোগ তোলেন তিনি। বারবার রাজ্যে অ্যাডভোকেট জেনারেল পদে বদলকেও এদিন নিশানা করেন প্রাক্তন এজি।
প্রসঙ্গত, সম্প্রতি বিদেশে থাকাকলীনই তিনি রাজ্যপালকে ইমেল করে ইস্তফাপত্র পাঠান। তাঁর ইস্তফার খবর নিয়ে জল্পনা ছড়ানোর জেরেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়ে এদিন সৌমেন্দ্রনাথ বলেন, ‘‘নিউজ ওয়েবসাইটে লেখা হয়েছিল যে, আমি ইস্তফা দিতে চাই বলে নাকি সরকারকে জানিয়েছি। কিন্তু সেটা আমি কোনওদিন করিনি। অথচ রাজ্য সরকার থেকে কেউ বলেনি যে, খবরটা ভুল। তাই আমাকে অ্যাডভোকেট জেনারেলের পদে এখন আর দরকার নেই বলে মেনে নিলাম। সেই জন্যই দ্রুত ইস্তফা দিলাম।’’
[আরও পড়ুন: কাটল ফাঁড়া, গতিপথ বদলে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিধিলি’]
রাজ্যপাল তাঁর ওই পদের অ্যাপয়েন্টিং অথরিটি বলে তিনি তাঁকেই ইস্তফাপত্র পাঠিয়েছেন বলেও প্রাক্তন এজি এদিন জানান। রাজ্যপালের পুনর্বিবেচনার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন জানিয়ে এদিন প্রাক্তন এজি বলেন, ‘‘অভিমানের কোনও ব্যাপার নেই। যে ধরনের সমর্থন প্রত্যাশা করেছিলাম, তা পাইনি। ১০০ শতাংশ সহযোগিতা না পেলে পদে থেকে কোনও লাভ নেই। আমার মনে হয়, নিজের মান-সম্মান বজায় রেখেই কাজ করা উচিত।’’
এক প্রশ্নের জবাবে সৌমেন্দ্রনাথবাবু আরও বলেন, ‘‘অ্যাডভোকেট জেনারেলের পদে থেকে আমি সরকারের ভালোর জন্যেই কাজ করেছি। কিন্তু যদি কোনও দুর্নীতির অভিযোগ থাকে, তার তদন্ত হওয়া সবসময় দরকার। রাজ্য সরকার সেটা কোনও সময়, কোনওভাবে আটকাতে পারে না।’’