গোবিন্দ রায়: জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার আদালতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর তুলনা টানলেন পার্থর আইনজীবী। বললেন, "কেজরিওয়াল জামিন পেলে পার্থ পাবেন না কেন?" এদিকে জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবীর দাবি, নিয়োগ দুর্নীতি মামলার কিং মেকার পার্থ!
অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অনেকেই জামিনে মুক্ত হয়েছেন। তবে এখনও জেলমুক্তি ঘটেনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি একাধিকবার জামিনের আরজি জানালেও বারবার তা খারিজ হয়ে গিয়েছে। যুক্তি হিসেবে প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করা হয়েছে। মঙ্গলবারও হাই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। সেখানেই জামিনের পক্ষে জোর সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বলেন, "অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। তাও তাঁকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টিরও সদস্য নন। তাকে জামিন দেওয়া হোক।" এদিকে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা বোঝাতে তাঁকে 'কিং মেকার' বলেন সিবিআইয়ের আইনজীবীর। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ডিসেম্বর।
উল্লেখ্য, জামিন পেতে মরিয়া নিয়োগ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এর আগে সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করে প্রশ্ন করেছিলেন, “অর্পিতা জামিন পেলে আমি পাব না কেন?” প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি বলে জানিয়ে ছিলেন তিনি। পালটা রীতিমতো ভর্ৎসনা করছিলেন বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, “আপনি মন্ত্রী ছিলেন, সবাই নন। ফলে আপনার দপ্তরে কী হচ্ছে, তার দায় আপনার উপর বর্তায়।”