গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এক স্কুল শিক্ষকের। চাকরির নামে পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগ। এবার অভিযুক্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আরজি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কয়েকজন চাকরিপ্রার্থী।
বিষয়টা ঠিক কী? কে এই অভিযুক্ত শিক্ষক? পূর্ব মেদিনীপুরের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মানুষের থেকে টাকা তুলেছেন তিনি। ২০১৮ সাল থেকে কাউকে গ্রুপ ডি, কাউকে গ্রুপ সি, প্রাথমিক, কাউকে আবার উচ্চ প্রাথমিক বা নবম-দশমে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ৫ কোটি টাকা তুলেছেন। কিন্তু চাকরি হয়নি। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন প্রতারিতরা।
[আরও পড়ুন: নেত্রীর বৈঠকের আগেই ধাক্কা বীরভূমের সংগঠনে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলত্যাগ নলহাটির নেতার]
এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে তদন্তের আরজি চাকরিপ্রার্থীদের। তাঁদের অভিযোগ, আগেই তাঁরা পুলিশে অভিযোগ করেছে। কিন্তু তাতে কোনও সুরাহা মেলেনি। অবশেষে কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারস্থ হন প্রতারিতরা। অভিযোগ দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।