shono
Advertisement
CM Mamata Banerjee

'দারিদ্র দূরীকরণে প্রশংসনীয় ভূমিকা', মুখ্যমন্ত্রীর অভিনন্দনের পালটা মর্মস্পর্শী চিঠি গায়ত্রী স্পিভাকের

চিঠির শেষাংশে তাৎপর্যপূর্ণভাবে ভারতের ধর্মনিরপেক্ষ ভাবধারায় অক্ষুণ্ণ রাখার শুভেচ্ছা জানিয়েছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
Published By: Sucheta SenguptaPosted: 05:43 PM Mar 20, 2025Updated: 05:43 PM Mar 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানববিদ্যা নিয়ে জীবনভর চর্চার স্বীকৃতিতে চলতি বছর নোবেল-সম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বঙ্গকন্যা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। নরওয়ের হলবার্গ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এত বড় কৃতিত্বের জন্য গায়ত্রীদেবীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডল পোস্টে গ্রামবাংলায় কাজের জন্য তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে পালটা তাঁকে চিঠি লিখলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। চিঠিতে ভারত ও বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখার শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

মুখ্যমন্ত্রীকে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের চিঠি।

বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছেছে গায়ত্রীদেবীর চিঠি। শুরুতেই তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিদূষী গায়ত্রী। মুখ্যমন্ত্রী যে গ্রামবাংলায় তাঁর কাজকে আলাদাভাবে চিহ্নিত করেছেন, তাতে আপ্লুত হলবার্গ পুরস্কার প্রাপ্ত বঙ্গকন্যা। এরপরই চিঠিতে পালটা মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, ''বাংলার প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র দূরীকরণে আপনার ভূমিকা আমার কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয়। আমিও ৪০ বছর ধরে গ্রামাঞ্চলে কাজ করেছি, বিশেষত শিক্ষা নিয়ে। আমি বিশ্বাস করি, শিক্ষাকে বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। ওইসব এলাকায় আমি খুব ভালো সময়ও কাটিয়েছি, বাসিন্দাদের সঙ্গে আত্মীয়তা গড়ে উঠেছিল।'' গায়ত্রী স্পিভাকের মতে, হলবার্গ পুরস্কার প্রাপ্তি যতটা তাঁর নিজের জন্য, ততটাই এসব প্রত্যন্ত এলাকার মানুষজনেরও।

মানববিদ্যা চর্চায় বিদূষী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ফাইল ছবি।

গ্রামবাংলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের খোঁজখবর রাখেন গায়ত্রী স্পিভাক। তা প্রশংসনীয় বলে উল্লেখ করে গায়ত্রীদেবী জানিয়েছেন যে তিনি আশা করেন মুখ্যমন্ত্রী গ্রামাঞ্চলের মানুষজনকে সামাজিক পরিষেবার সুযোগ-সুবিধা পাইয়ে দিতে এভাবেই সাহায্য করে যাবেন। তাহলে দেশের চিত্রটাই বদলে যেতে পারে। সেইসঙ্গে দক্ষিণ এশিয়ার দ্বিভাষা চর্চায় বাংলার অবদান মনে করিয়ে গায়ত্রীদেবীর আবেদন, বাংলার মতো সমৃদ্ধ সাহিত্যকীর্তিকে আরও বেশি করে অনুবাদের স্তরে ছড়িয়ে দিতে হবে। সেদিকে যেন নজর দেন মুখ্যমন্ত্রী। সবশেষে বাংলা ও ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ ও ধর্মনিরপেক্ষ ভাবধারায় অক্ষুণ্ণ রাখার শুভেচ্ছা জানিয়েছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement