shono
Advertisement

Breaking News

Jharkhand

চাইবাসায় মাওবাদী হামলা! আইইডি বিস্ফোরণে শহিদ জওয়ান, গুরুতর আহত এক

এই হামলায় শহিদ হয়েছেন সুনীল কুমার মণ্ডল, পাশাপাশি আহত জওয়ানের নাম পার্থপ্রতিম দে।
Published By: Amit Kumar DasPosted: 10:40 PM Mar 22, 2025Updated: 10:40 PM Mar 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের চাইবাসায় মাওবাদী হামলা। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই সিআরপিএফ জওয়ান সুনীল কুমার মণ্ডল ও পার্থপ্রতিম দে। গুরুতর আহত অবস্থায় এয়ারলিফট করে তাঁদের রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলাকালীন শহিদ হয়েছেন সিআরপিএফের সাব-ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডল। পাশাপাশি অন্য জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চলতি মার্চ মাসে এই নিয়ে তৃতীয়বার মাওবাদী হামলা হল ঝাড়খণ্ডে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম সিংভূম জেলার ছোটানাগরা থানার অন্তর্গত মারাংপোঙ্গার টহল দিচ্ছিল সিআরপিএফ। সেই সময় মাওবাদীরা এই আইইডি বিস্ফোরণ ঘটায়। এই হামলায় গুরুতর জখন হন দুই সিআরপিএফ জওয়ান। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন প্রাণ হারান সিআরপিএফের সাব-ইন্সপেক্টর সুনীল। এর আগে গত ১৮ মার্চ, ঝরাইকেলা থানা এলাকার রাধাপোদায় একই কায়দায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেবারও সিআরপিএফের ১৩৪তম ব্যাটালিয়নের একজন সাব-ইন্সপেক্টর আহত হয়েছিলেন। এছাড়াও, ৫ মার্চ বালিবা জঙ্গলের কাছে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে সিআরপিএফ কোবরা ব্যাটালিয়নের একজন সহকারী কমান্ড্যান্ট-সহ তিন জওয়ান আহত হন।

এই হামলার পর ওই অঞ্চলে জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। গত এক মাসে, পুলিশ এবং সিআরপিএফ পশ্চিম সিংভূমের জঙ্গলে মাওবাদীদের ৬টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। যদিও বার বার মাওবাদীদের তরফে এহেন প্রত্যাঘাতে প্রশ্নের মুখে মাও-দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর সাফল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডের চাইবাসায় মাওবাদী হামলা।
  • মাওবাদীদেরআইইডি বিস্ফোরণে গুরুতর শহিদ সিআরপিএফ জওয়ান সুনীল কুমার মণ্ডল।
  • পাশাপাশি গুরুতর আহত পার্থপ্রতিম দে নামে আরও এক জওয়ান।
Advertisement