shono
Advertisement

ট্রেনে টিকিট পরীক্ষকের হেনস্তা, হাসিন জাহানের অভিযোগ পেয়ে নিরাপদে ফেরাল পুলিশ

অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের।
Posted: 02:15 PM Oct 14, 2022Updated: 02:17 PM Oct 14, 2022

সুব্রত বিশ্বাস: ফের খবরের শিরোনামে তারকা ক্রিকেটার (Cricketer) মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। বিহার থেকে ট্রেনে কলকাতা ফেরার সময় টিকিট পরীক্ষক তাঁকে হেনস্তা করেছেন বলে অভিযোগ হাসিনের। পরে পুলিশের সাহায্যে তিনি নিরাপদে কলকাতা (Kolkata) ফিরেছেন বলে জানান। তবে হাসিন জাহানের অভিযোগ সম্পর্কে অন্ধকারে পূর্ব রেল (Eastern Railways) কর্তৃপক্ষ। মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, তাঁর কাছে এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

Advertisement

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান জানিয়েছেন, বিহারে (Bihar) এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার যোগবাণী এক্সপ্রেসে তিনি কলকাতায় ফিরছিলেন। মালদহের (Maldah) কাছে নাকি তাঁর কোচে এক টিকিট পরীক্ষক (TTE) উঠে অশালীন মন্তব্য করেন। হাসিন জাহানের দাবি, তিনি রাতে নিজের সংরক্ষিত আসনে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে ওই টিটিই উঠে তাঁকে অপমান করতে শুরু করেন। হাসিনের মোবাইল, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয়।

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে শামিল হচ্ছে বেলারুশ! পরমাণু মহড়া শুরু করল রাশিয়া

এরপর হাসিন জাহান পুলিশের সাহায্য নেন। পুলিশই তাঁকে নিরাপদে কলকাতা স্টেশনে পৌঁছে দেয় বলে দাবি শামির প্রাক্তন স্ত্রীর। এ বিষয়ে পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) একলব্য চক্রবর্তী জানান, ”আমার কাছে এখনও এরকম কোনও অভিযোগ জমা পড়েনি। কোন টিটিই কী আচরণ করেছে, জানি না। তবে অভিযোগ পেলে নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

[আরও পড়ুন: আগামী সপ্তাহে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে]

মাঝেমধ্যেই খবরের শিরোনামে চলে আসেন হাসিন জাহান। তাঁর দাম্পত্য জীবন, মহম্মদ শামির সঙ্গে সমস্যা, বিজেপি অফিসে তাঁর যাতায়াত অর্থাৎ রাজনীতিতে যোগদানের জল্পনা – নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের নজরে চলে এসেছিলেন।  এবার সম্পূর্ণ অন্য কারণে ফের খবরে উঠে এলেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement