shono
Advertisement

স্বাস্থ্যসাথীতে কারচুপি রুখতে কড়া রাজ্য, নিয়ম না মানলে বেসরকারি হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল

কী বলছে স্বাস্থ্যদপ্তর?
Posted: 07:32 PM Nov 28, 2023Updated: 07:32 PM Nov 28, 2023

ক্ষীরোদ ভট্টাচার্য: রাজ্যে চিকিৎসকদের উপর নজরদারি রাখতে নয়া পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের। দপ্তরের তরফে জানানো হয়েছে, অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এ রাজ্যের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swasthya Sathi) আওতায় রোগী দেখতে পারবেন না কোনও চিকিৎসক। অ্যাডভাইজারি না মানলে স্বাস্থ্যসাথী থেকে নাম কাটা পড়বে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের।

Advertisement

স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে হলে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করতে হবে চিকিৎসকদের। কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোনও চিকিৎসককে দিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের রোগীদের চিকিৎসা করাতে পারবে না।

[আরও পড়ুন: বাংলার আটকে পড়া ৩ শ্রমিককে ফেরাতে উত্তরকাশীতে রাজ্যের টিম পাঠালেন মুখ্যমন্ত্রী]

রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর। কে, কোন হাসপাতালে সঙ্গে যুক্ত তা জানিয়ে, আধার, প্যান, WBMC রেজিস্ট্রেশন নম্বর-সহ ৩০ নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্যসাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। নাম নথিভুক্ত না হলে পয়লা ডিসেম্বর থেকে আর এই প্রকল্পের রোগী দেখতে পারবেন না চিকিৎসকরা।

সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অপারেশনের প্রবণতা বাড়ছে। এমন অভিযোগ সামনে আসার পরই নয়া পদক্ষেপ করল সংশ্লিষ্ট দপ্তর। এর ফলে সরকারি হাসপাতালের চিকিৎসকরা সরকারি হাসপাতালে কতগুলি অস্ত্রোপচার করছেন, বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী স্কিমে কতগুলি অপারেশন করছেন, তা জানা যাবে। এর পাশাপাশি, বেসরকারি প্র্যাকটিস না করার শর্তে সরকারের থেকে ভাতা নিয়েও, কোন কোন ডাক্তার স্বাস্থ্যসাথী স্কিমে বেসরকারিভাবে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তা ধরা সম্ভব হবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

[আরও পড়ুন: ‘শাহি’ সভা নাকি বিধানসভার অধিবেশন, বুধবার কোথায় থাকবেন? দ্বিধায় বিজেপি বিধায়করা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement