shono
Advertisement
Illegal Construction

শহরজুড়ে বাড়ছে বেআইনি বহুতল! ২৭ প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর হাওড়া পুরসভার

মোট ৪২ জন প্রোমোটারের বিরুদ্ধে পুলিশকে বিভিন্ন থানায় এফআইআর দায়েরের প্রস্তাব দেয় পুরসভা।
Published By: Subhankar PatraPosted: 01:19 PM Nov 28, 2025Updated: 02:26 PM Nov 28, 2025

স্টাফ রিপোর্টার, হাওড়া: বেআইনি বিল্ডিং নির্মাণকারী (Illegal Construction) প্রোমোটারদের বিরুদ্ধে এবার খড়গহস্ত হাওড়া পুরসভা (Howrah Municipality)। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন থানায় এফআইআর দায়ের করেছে পুরসভা। ইতিপূর্বেই ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। প্রয়োজনে গ্রেপ্তারও হতে পারেন এফআইআরে নাম থাকা প্রোমোটাররা। মোট ৪২ জন প্রোমোটারের বিরুদ্ধে পুলিশকে বিভিন্ন থানায় এফআইআর দায়েরের প্রস্তাব দেয় পুরসভা। হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। হাওড়া পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই এফআইআরগুলি করা হয়েছে। বেআইনি বিল্ডিং নিয়ে মালিপাঁচঘড়া থানা, শিবপুর থানা, হাওড়া থানা, এজেসি বোস বি গার্ডেন থানায় প্রোমোটারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

Advertisement

হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনেকক্ষেত্রেই বিল্ডিং তৈরির জন্য হাওড়া পুরসভার তরফে একরকম অনুমোদন নিয়ে তার পর বিল্ডিং তৈরির সময় বেআইনিভাবে অতিরিক্ত তল তৈরি করা হয়েছে। যেমন শহরের কোথাও কোথাও ৫ তলা বিল্ডিংয়ের অনুমোদন নিয়ে ৭ তলা করা হয়েছে। এক্ষেত্রে বেআইনিভাবে অতিরিক্ত ২ তলা করা হয়েছে।

আবার অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে বিল্ডিং তৈরির কোনও সঠিক অনুমোদন না নিয়েই বহুতল তোলা হয়েছে। হাওড়া শহরজুড়ে এরকম বেআইনি বহুতল বিল্ডিংয়ের সংখ্যা প্রায় ৫ হাজার। সবথেকে বেশি পরিমাণ বেআইনি বিল্ডিং তৈরি হয়েছে উত্তর হাওড়ায়। মধ্য হাওড়ায় বেআইনি বিল্ডিংয়ের সংখ্যা তুলনামূলক কম।

পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, বেআইনি বিল্ডিংগুলি ভাঙার কাজ অনেকক্ষেত্রেই শুরু হয়েছে। কিন্তু ভেঙেও কোনও কাজ হচ্ছে না। অনেকক্ষেত্রেই সেগুলি আইনি জটিলতায় আটকে রয়েছে আবার অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে বেআইনি বিল্ডিংয়ের বেআইনি অংশ ভেঙে ফেলার পর ফের তা তৈরি করে ফেলা হচ্ছে। তাই বেআইনি বিল্ডিং যাতে শহরের বুকে আর না হয় তার জন্য বিল্ডিং ভেঙে ফেলার পাশাপাশি বিল্ডিংয়ের প্রোমোটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইছে পুরসভা।

হাওড়া পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি মাস থেকে হাওড়া পুরসভার বিল্ডিং বিভাগের ওয়েবসাইটে শহরের বিভিন্ন বিল্ডিং সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকবে। ফলে বাসিন্দারা যাঁরা ফ্ল্যাট কিনবেন, তাঁরা ফ্ল্যাট কেনার আগে কোনও বিল্ডিং বেআইনি কি না, তার যাবতীয় তথ্য হাওড়া পুরসভার ওয়েবসাইট থেকে পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেআইনি বিল্ডিং নির্মাণকারী প্রোমোটারদের বিরুদ্ধে এবার খড়গহস্ত হাওড়া পুরসভা।
  • তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন থানায় এফআইআর দায়ের করেছে পুরসভা।
  • ইতিপূর্বেই ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।
Advertisement