shono
Advertisement
Birupaksha Biswas

বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত স্থগিত IMA'র

বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ। কলকাতা শাখার সভাপতির আবেদন করেছিলেন আপাতত সদস্যপদ না ফেরানোর। তার পরিপ্রেক্ষিতেই এই স্থগিতাদেশ। সূত্রের খবর, পরবর্তীতে সদস্যপর ফেরানো সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে আইএমএ-এর হেড কোয়ার্টার।
Published By: Tiyasha SarkarPosted: 03:23 PM Dec 09, 2024Updated: 08:03 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ আইএমএ'র। কলকাতা শাখার সভাপতির আবেদন করেছিলেন আপাতত সদস্যপদ না ফেরানোর। তার পরিপ্রেক্ষিতেই এই স্থগিতাদেশ। সূত্রের খবর, পরবর্তীতে সদস্যপর ফেরানো সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে আইএমএ-এর হেড কোয়ার্টার।

Advertisement

আর জি কর আবহে ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শোনা যাচ্ছিল, ৯ আগস্ট সকালে অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন নাকি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন তিনি। এর পর তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। শোনা যায়, বর্ধমান মেডিক্যাল কলেজে নাকি চলত তাঁর ‘দাদাগিরি’,‘থ্রেট কালচার’। তার জেরেই স্বাস্থ্যদপ্তর তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। পরবর্তীতে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল (IMA)-এর রাজ্য শাখা তাঁকে সাসপেন্ড করে।

পরবর্তীতে দিন কয়েক আগে আইএমএর বৈঠকে দেখা যায় বিরূপাক্ষ বিশ্বাসকে। তা নিয়ে নতুন করে বিতর্ক মাথা চাড়া দেয়। তার পর আইএমএ হেড কোয়ার্টারের তরফে সর্বভারতীয় সভাপতি চিঠি দিয়ে জানান, তাঁদের রাজ্যশাখার এক্তিয়ার নেই কাউকে সাপপেন্ড করার। সেখানেই বিরূপাক্ষের সাসপেনশন প্রত্যাহারের কথা বলা হয়। তা নিয়েও বিতর্কের ঝড় ওঠে। জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস অভিযোগ করে পরিকল্পনামাফিকই সাসপেনশনের পদ্ধতিতে এই ত্রুটি রাখা হয়েছিল। পরবর্তীতে হেড কোয়ার্টারের দ্বারস্থ হন আইএমএ কলকাতা শাখার সভাপতি। তিনি সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত রাখার আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ।
  • কলকাতা শাখার সভাপতির আবেদন করেছিলেন আপাতত সদস্যপদ না ফেরানোর। তার পরিপ্রেক্ষিতেই এই স্থগিতাদেশ।
  • সূত্রের খবর, পরবর্তী শুনানির পর সদস্যপর ফেরানো সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে আইএমএ-এর হেড কোয়ার্টার।
Advertisement