shono
Advertisement
Sealdah

থুতু থেকে এক মাসে রেলের আয় পৌনে আট লক্ষ টাকা! ব্যাপারটা কী?

যারা গুটখা খাবে তাদের উপর সাদা পোশাকে নজর রাখবে কমার্শিয়াল কর্মীরা।
Published By: Paramita PaulPosted: 12:02 AM May 06, 2025Updated: 12:02 AM May 06, 2025

সুব্রত বিশ্বাস: থুতু থেকেই রেলের এক মাসে আয় পৌনে আট লক্ষ টাকা! তাও শুধু শিয়ালদহ ডিভিশনে। এই সাফল্যের পর এবার চলন্ত ট্রেনেও এই একই অপরাধ করলে ধরবে রেলকর্মীরা।

Advertisement

গত এপ্রিল মাসে শিয়ালদহ ডিভিশনে থুতু ফেলার মতো অপরাধে টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়েছেন ৬ হাজার ১৯৩ জন।  প্রত্যেকের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে। জরিমানার পরিমাণ ৭ লক্ষ ৬১ হাজার ৭০ টাকা। এপ্রিলের ২ তারিখ পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেউসকর পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার নির্দেশ দেন। তিনি জানিয়েছিলেন, থুতু ফেলার অর্থ প্ল‌্যাটফর্ম অপরিচ্ছন্ন করা। যাদের অধিকাংশ গুটখার মতো সামগ্রী খেয়ে থুতু ফেলে। ফলে ময়লার সঙ্গে দেওয়াল-সহ নানা সামগ্রী খারাপ হয়। এই অপরাধে জরিমানা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এরপরেই রেল আইনে থ্রি (বি) ধারায় গ্রেপ্তার করা শুরু হয়। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেলের পরিচ্ছন্নতার অভিযান চলেছে এক মাস ধরে। এই অপরাধ করে ধরা পড়লে পাঁচশো টাকা জরিমানাও করা হচ্ছে। তিনি যাত্রীদের এই ধরণের অপরাধ করা থেকে দূরে থাকার আবেদন জানিয়েছেন। শিয়ালদহে সিনিয়র ডিসিএম যশরাম মীনা বলেন, এতদিন প্ল‌্যাটফর্মে এই চেকিং চলেছে। এই আইনে ধরার ক্ষমতা টিটিই-দেরই। এবার চলন্ত ট্রেনেও চেকিং চলবে। যারা গুটখা খাবে তাদের উপর সাদা পোশাকে নজর রাখবে কমার্শিয়াল কর্মীরা। ট্রেনের জানলা ও দরজা দিয়ে থুথু ফেললেই তাঁকে ধরে জরিমানা আদায় করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • থুতু থেকেই রেলের এক মাসে আয় পৌনে আট লক্ষ টাকা!
  • এই সাফল্যের পর এবার চলন্ত ট্রেনেও এই একই অপরাধ করলে ধরবে রেলকর্মীরা।
  • টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়েছেন ৬ হাজার ১৯৩ জন।
Advertisement