shono
Advertisement
Dilip Ghosh

নতুন দল গড়ছেন? জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ

শোনা যাচ্ছিল, দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে, পশ্চিমবঙ্গ হিন্দুসেনা।
Published By: Paramita PaulPosted: 10:33 AM Jun 24, 2025Updated: 01:11 PM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ? ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই এই প্রশ্নই ঘোরাফেরা করছিল বঙ্গ রাজনীতির আনাচে-কানাচে। শত জল্পনার মাঝে এবার মুখ খুললেন বিজেপির অন্দরে 'কোণঠাসা' প্রাক্তন রাজ্য সভাপতি।

Advertisement

রোজকার মতো মঙ্গলবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই নতুন দল তৈরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। জবাবে জানান, 'আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি। করার দরকার নেই।' বিজেপির উপর ভরসা রাখার কথা জানিয়ে দিলীপ আরও বলেন, "৭০ বছর ধরে লড়াই করে একটা দলকে দাঁড় করানো হয়েছে। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দলের প্রয়োজন নেই।" স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে কোনও নতুন দল গঠন করছেন না তিনি। বরং রাজ্য নেতারা যতই কোণঠাসা করার চেষ্টা করুক না কেন, তিনি স্বমেজাজেই বিজেপিতে রয়েছেন।

শোনা যাচ্ছিল, দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে, পশ্চিমবঙ্গ হিন্দুসেনা। দিলীপের সঙ্গে থাকবেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন প্রাক্তন নেতা ও কর্মী। নতুন দল গঠন নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি গোপন বৈঠকও হয়েছে বলে একাধিক সংবাদমাধ‌্যমে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শিরোনামে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণাঠাসা হয়ে পড়েছেন। মোদি-শাহ বঙ্গসফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দাবাং নেতাকে। তাতে যে অভিমানের পাহাড় জমছে তা বলাই বাহুল্য। যদিও আরএসএস নেতৃত্বের তরফে দিলীপকে নিজের মতো করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। তারপরেও দল থেকে দূরে দিলীপ ঘোষ। এমন পরিস্থিতিতে নতুন দল গড়ার জল্পনা তৈরি হয়। এবার বিষয়নি নিয়ে মুখ খুললেন দিলীপ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোজকার মতো মঙ্গলবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ।
  • সেখানেই নতুন দল তৈরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। জবাবে জানান
Advertisement