রমেন দাস: প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ও তার নেপথ্যে র্যাগিংয়ের (Ragging) অভিযোগে গোটা রাজ্য তোলপাড় হওয়ার পর নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শরিকদের নিয়ে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ডাকলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। ডাকা হয়েছে ছাত্রছাত্রীদেরও। তবে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন এই বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতির দাবি তুলেছে। বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে বলেও দাবি তাদের।
গত ৯ আগস্ট যাদবপুরের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে (Jadavpur University Student Death) পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে রাজ্যপাল অন্তর্বর্তীকালীন উপাচার্য (Interim VC) হিসেবে অধ্যাপক বুদ্ধদেব সাউকে দায়িত্ব দেন। তা নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ তৈরি হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে খুব বেশি আলোচনা হয়নি। পাহাড় প্রমাণ দায়িত্ব, প্রতিকূল পরিস্থিতিতেই উপাচার্যের চেয়ারে বসেছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান। বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন নিয়ে অভিযোগ ওঠায় তিনি প্রথমেই ক্যাম্পাসের ঝোপঝাড়ে ভরতি এলাকা পরিদর্শন করে সাফাই কাজ করান। মাদক সমস্যা সমাধানে কিছুটা এগনোর পর এবার তিনি র্যাগিং বন্ধে উদ্যোগী হলেন।
[আরও পড়ুন: প্রথম মহিলা প্রধান পাচ্ছে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন]
আগামী ১ তারিখ ক্যাম্পাসে বৈঠক ডেকেছেন উপাচার্য। এতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত সকলকেই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি থাকবেন অধ্যাপকদের একাধিক সংগঠন। তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দাবি, এই বৈঠকে থাকুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরাসরি দেখানো হোক সেই বৈঠক। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সরকারের তরফে কিছু জানা যায়নি এখনও। পড়ুয়ারাও এই বৈঠককে কীভাবে দেখছে, সে বিষয়েও কোনও প্রতিক্রিয়া নেই।