shono
Advertisement

যাদবপুরে ছাত্রমৃত্যু: সুরক্ষায় একাধিক নয়া পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের, তথ্যানুসন্ধান দল গড়ল রাজ্য

নিরাপত্তায় কী কী সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ, দেখে নিন।
Posted: 05:54 PM Aug 17, 2023Updated: 06:56 PM Aug 17, 2023

রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনার প্রায় সপ্তাহখানেক পর নড়ল টনক। সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে এবার একাধিক পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। সিসিটিভি (CCTV) বাড়ানো, মাদক নিষিদ্ধ, আই কার্ড দেখানোর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চালু করে ক্যাম্পাসের নিরাপত্তা আঁটসাঁট করা হচ্ছে। এসব জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

Advertisement

হস্টেল গেটে সিসিটিভি লাগানো, মাদকদ্রব্যের (Drug) ব্যবহার নিষিদ্ধ, গাড়িতে স্টিকার লাগানো, পড়ুয়া-কর্মীদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র পরীক্ষা করা-সহ একাধিক বিষয় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, নেশা করলে পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিচয়পত্র পরীক্ষার বিষয়টি এতদিন প্রায় ছিলই না। বাংলা স্নাতক বিভাগের পড়ুয়ার মৃত্যুতে এবার তা কড়াকড়ি হচ্ছে। নির্দিষ্ট সময়ে তা পরীক্ষা করা হবে। ইউজিসি (UGC) যে দ্বিতীয় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, তাও স্বীকার করে নিয়েছেন রেজিস্ট্রার। তিনি জানিয়েছেন, ৫ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই পাঠাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হস্টেলের করিডর অর্থাৎ যেখানে র‌্যাগিংয়ের (Ragging) ঘটনা ঘটেছিল, সেখানে কেন সিসিটিভি নেই? এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন।

[আরও পড়ুন: দিলীপকে দিল্লিতে জরুরি তলব শাহর, এবার কি মানভঞ্জনের পালা?]

এদিকে, রাজ্যের তরফে এবার যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আলাদা করে তথ্যানুসন্ধান দল গঠন করা হল। চার সদস্যের সেই ফ্যাক্ট ফাইন্ডিং (Fact finding committee) কমিটি আলাদা করে তদন্ত করবে। তারপর রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্যের শিক্ষা দপ্তরে। সবমিলিয়ে ছাত্রমৃত্যুর তদন্তের কিনারা করতে সবপক্ষই সক্রিয়।

[আরও পড়ুন: ‘প্রজাপতি’ বিতর্ক অতীত, সিনেমা হিট করাতে ‘দেব-মিঠুন’ ম্যাজিকই অস্ত্র? নতুন প্ল্যান সোহমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement