shono
Advertisement

Breaking News

‘উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ছুঁড়ে ফেলে এসেছি’, তৃণমূল ত্যাগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু, পালটা কুণালের

সবটাই কাল্পনিক গল্পকথা, বলছেন কুণাল।
Posted: 07:48 PM Jul 05, 2023Updated: 08:13 PM Jul 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাড়ার আড়াই বছর পর নিজের দলত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, তাঁকে দলে রাখার জন্য উপমুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত দিতে রাজি হয়েছিল তৃণমূল। কিন্তু তিনি শুধু বাংলাকে বাঁচানোর স্বার্থে সব ছুঁড়ে ফেলে এসেছেন। বিরোধী দলনেতার এই মন্তব্যের পালটা এসেছে শাসকদল থেকেও। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘এসবই কাল্পনিক গল্প কথা।’

Advertisement

বুধবার এগরার সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন,”তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব চেয়ারম্যান পদ সব ছিল। কিন্তু আমি সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। বাংলাকে বাঁচাতে হবে বলে।” বিরোধী দলনেতার দাবি, “২০২০ সালে আমাকে উপমুখ্যমন্ত্রিত্বের অফারও দিয়েছিল। কিন্তু আমি সব ছুঁড়ে দিয়ে চলে এসেছি।”

[আরও পড়ুন: চোখে রাসায়নিক স্প্রে, খাস কলকাতায় যুবকের গায়ে জ্যান্ত সাপ ছেড়ে সোনার চেন নিয়ে উধাও ৪ ‘সন্ন্যাসী’]

যদিও নিমেষে তৃণমূল শুভেন্দুর এই দাবি নস্যাৎ করে দিয়েছে। শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,”শুভেন্দু এত কথা বলছেন, সিবিআইয়ের (CBI) এফআইআরের কথাটা বললেন না। আসলে সিবিআইয়ের গ্রেপ্তারির ভয়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন, সেটা বলুন। এসব কাল্পনিক কথা বলে কী লাভ। নন্দীগ্রাম-সহ গোটা পূর্ব মেদিনীপুর এবং গোটা রাজ্যে হার নিশ্চিত জেনে প্রসঙ্গিক থাকার চেষ্টা করছেন শুভেন্দু।” শুভেন্দুর পালটা কুণালের (Kunal Ghosh) দাবি,”উনি নিজেই উপমুখ্যমন্ত্রীর পদ চেয়েছিলেন। সোজা না করে দেওয়া হয়েছিল। আমাদের দলের এক নেতাকে উপমুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। সঙ্গে সঙ্গে নাকচ করে দেওয়া হয়।”

[আরও পড়ুন: কলকাতা লিগের শুরুতেই জয়, প্রথম ম্যাচেই পাঠচক্রকে হারাল মোহনবাগান]

২০২১ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী অমিত শাহর (Amit Shah) হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তাঁর আগে তৃণমূল যে তাঁকে দলে ধরে রাখার চেষ্টা করেনি তেমনটা নয়। তবে সেসময় তৃণমূল এবং শুভেন্দুর মধ্যে কী কথা হয়েছিল, সেটা প্রকাশ্যে আসেনি। কুণাল ঘোষের দাবি, “উনি আরও পদ চেয়েছিলেন। খাওয়ার লোভে, পদের লোভে, সিবিআইয়ের থেকে গা বাঁচাতে, গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে গিয়েছিলেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement