shono
Advertisement

Jyotipriya Mallick: ‘মন্ত্রীর নির্দেশেই ডিরেক্টর মা-স্ত্রী’, বালুর ঘাড়ে দায় চাপালেন প্রাক্তন আপ্ত সহায়ক

আর কী বললেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক?
Posted: 03:25 PM Nov 06, 2023Updated: 05:58 PM Nov 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। দাবি করলেন, মন্ত্রীর নির্দেশেই মা ও স্ত্রীকে জ্যোতিপ্রিয়র কোম্পানির ডিরেক্টর করতে বাধ্য হয়েছিলেন তিনি। গোটা বিষয়টা ইডি আধিকারিকদের কাছে জানিয়েছেন বলেও দাবি করেছেন অভিজিৎ।

Advertisement

রেশন দু্র্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের পর থেকেই নজরে মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ক। একাধিকবার প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে ইডির জেরার মুখে পড়তে হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নতুন তথ্য পেতে জেরা করা হচ্ছে তাঁকে। এরই মাঝে সংবাদমাধ্যমে বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ। তিনি জানান, জ্যোতিপ্রিয়র দুটি সংস্থায় মা ও স্ত্রীকে ডিরেক্টর করতে বাধ্য হয়েছিলেন। কারণ, মন্ত্রীর নির্দেশ তখন তাঁকে মানতেই হত। যদিও পরবর্তীতে নিজে যখন আপ্ত সহায়কের দায়িত্ব থেকে সরেন, তখন মা ও স্ত্রীকেও সরিয়ে আনেন। তাঁর দাবি, সংস্থায় কী লেনদেন হত, তা জানা নেই।

[আরও পড়ুন: রাজ্যে বাম-কংগ্রেস মানবে না ‘ইন্ডিয়া’ ফর্মুলা! ধূপগুড়ি-মডেলকে সামনে রেখে কৌশল তৃণমূলের]

প্রসঙ্গত, তদন্তে নেমেই ইডির আধিকারিকরা জানতে পারেন, দুটি সংস্থায় শেয়ারে টাকা বিনিয়োগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যার ডিরেক্টর পদে ছিলেন অভিজিতের মা ও স্ত্রী। সেই কারণেই ওই ব্যক্তিকে বারবার জেরার মুখে পড়তে হয়।

[আরও পড়ুন: রেশন দুর্নীতির সঙ্গে পশুখাদ্য কেলেঙ্কারির যোগ! ২৭ বছর পর ফের নজরে চন্দক পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement