shono
Advertisement
Kalighat

এক মাসের মধ্যেই চালু কালীঘাট স্কাইওয়াক, নতুন মার্কেটে পুনর্বাসন পাবেন হকাররা

পুর ও নগরোন্নয়ন দপ্তর স্কাইওয়াক তৈরি করতে খরচ করেছে প্রায় ৮০ কোটি টাকা।
Published By: Subhankar PatraPosted: 09:08 AM Dec 07, 2024Updated: 09:08 AM Dec 07, 2024

স্টাফ রিপোর্টার: আগামী মাসের মধ্যে চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। বস্তুত, নতুন বছরে শহরের নাগরিকদের এক নতুন উপহার রাজ্যে সরকারের। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে আলোচনা করেন। কলকাতা পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার-সহ অন্যান্য আধিকারিক এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আশা করা যায়, আগামী একমাসের মধ্যে কালীঘাট স্কাই ওয়াক চালু হয়ে যাবে।"

Advertisement

পুরসভা সূত্রে খবর, করোনা-সহ বিভিন্ন কারণে স্কাইওয়াক তৈরি করতে অনেকটা সময় লেগেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তর স্কাইওয়াক তৈরি করতে খরচ করেছে প্রায় ৮০ কোটি টাকা। তবে এখনও দিন ঠিক হয়নি। যে সমস্ত হকার এতদিন সেখানে হকারি করেন, তাঁদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। পুরসভা সূত্রের খবর, হকারদের তরফে আরও একমাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। আধিকারিকদের এই রিপোর্ট অনুযায়ী মেয়র জানিয়েছেন, সে ক্ষেত্রে আগামী দুমাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকার রয়েছে, তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটের যে মার্কেট করা হবে, সেখানে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে।

প্রসঙ্গত, কালীঘাটের স্কাই ওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকারমুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে রয়েছে। কালীঘাট স্কাইওয়াক তৈরি হয়ে গেলে সেখানেই তৈরি হবে নতুন মার্কেট। সেই মার্কেটেই বর্তমানে হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী মাসের মধ্যে চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক।
  • বস্তুত, নতুন বছরে শহরের নাগরিকদের এক নতুন উপহার রাজ্যে সরকারের।
  • শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে আলোচনা করেন।
Advertisement