shono
Advertisement
Khushboo Gupta

বাণিজ্যের জগতে নয়া বিপ্লব, ফেমিনার সফল নারী খোসলার কর্ণধার খুশবু

বাণিজ্যের দুনিয়ায় এক রূপকথা লিখেছেন খোসলা ইলেকট্রনিকসের অন্যতম কর্ণধার খুশবু খোসলা গুপ্তা।
Published By: Akash MisraPosted: 06:36 PM Nov 19, 2024Updated: 07:59 PM Nov 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন লক্ষ্মীর হাতেই লক্ষ্মী আসা। লক্ষ্মীর হাতেই গোটা দুনিয়া সাম্রাজ্য বিস্তার। কিংবা নতুন উড়ান। যা কিনা ইলেকট্রনিকসের জগতে বিপ্লবও বটে! হ্যাঁ, বাণিজ্যের দুনিয়ায় এমনই এক রূপকথা লিখেছেন খোসলা ইলেকট্রনিকসের অন্যতম কর্ণধার খুশবু খোসলা গুপ্তা। যাঁর হাত দিয়েই খোসলা ইলেকট্রনিকসের মুকুটে উঠল নতুন পালক। বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মান জানাতে ফেমিনা আয়োজিত অ্য়াচিভার্স পুরস্কারে, খুশবুর হাতে এল বিশেষ সম্মান। আইকোনিক ফাউন্ডার, ফেমিনা অ্যাচিভার্স খোসলা অ্যাওয়ার্ড ২০২৪।

Advertisement

মাত্র ৩৪ বছর বয়সেই বাণিজ্যিক মহলে হইচই ফেলে দিয়েছেন খুশবু খোসলা। ইলেকট্রনিকস বা বলা ভালো হোম অ্য়াপ্লায়েন্সের জগতে বিপ্লব এনেছেন তিনি। কীভাবে প্রতিযোগিতার বাজারে গুণমান বজায় রেখে সবার সাধ্য অনুযায়ী, সাধপূরণ করা যায়, সেই লক্ষ্য নিয়েই এগিয়েছেন খুশবু। আর তাই তো খুব অল্প সময়ের মধ্যেই ইলেকট্রনিকসের জগতে উজ্জ্বল নাম খোসলা। প্রায় ৮ বছর আদে স্বামী অভিনব গুপ্তার সঙ্গে নতুন স্বপ্ন দেখেছিলেন তিনি। আর সেই স্বপ্নই এখন খুশবুর হাত ধরে বাস্তবয়িত হয়েছে।

ব্রিটেনের নর্থ আমব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে International Business -এ মাস্টার ডিগ্রি করেন খুশবু। পড়াশুনো শেষ করে পারিবারিক ব্যবসায় কোমর বেঁধে নেমে পড়েন। প্রথম থেকেই তাঁর লক্ষ্য ছিল জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যবসাকে নিয়ে যাওয়া। আজ সেক্ষেত্রে সফলও তিনি। আর তাঁর এই সাফল্যকেই সেলিব্রেট করতে ফেমিনা তাঁকে সম্মানে ভূষিত করল। খুশবুর একটাই উদ্দেশ্য, শুধু অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা নয়, ক্রেতাদের সুবিধা ও অসুবিধাকে গুরুত্ব দেওয়া। আর এটাই হয়তো খুশবু তথা খোসলা ইলেকট্রনিকসের সাফল্যের চাবিকাঠি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পড়াশুনো শেষ করে পারিবারিক ব্যবসায় কোমর বেঁধে নেমে পড়েন।
  • মাত্র ৩৪ বছর বয়সেই বাণিজ্যিক মহলে হইচই ফেলে দিয়েছেন খুশবু খোসলা।
Advertisement