কৃষ্ণকুমার দাস: পেশ হল কলকাতা পুরসভার (KMC) বাজেট। আগামী দিনে শহরে পানীয় জল সরবরাহ এবং বকেয়া কর আদায়ে জোর দেওয়া হল। শনিবার অসুস্থতা নিয়েও পুরসভায় আসেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মেয়র পারিষদ ও কাউন্সিলরদের সঙ্গে বাজেট সংক্রান্ত বৈঠক করেন। এর পর দুপুরে বাজেট পেশ করে জানান, এবারের ঘাটতি ১১২ কোটি টাকা। তা সত্ত্বেও জল (Water) সরবরাহ পরিষেবায় সবচেয়ে বেশি জোর দিয়ে ৭০০ কোটি টাকার প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার পেশ হয়েছে কলকাতা পুরসভার বাজেট। গ্রীষ্মে মাঝেমধ্যেই শহরের নানা প্রান্তে জল সরবরাহে (Water Service) সমস্যা দেখা যায়। টানা দু-তিনদিন জল কার্যত বন্ধ থাকে একাধিক ওয়ার্ডে। ফলে ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা। সেই সমস্যা মেটাতে এবারের পুর-বাজেটে জোর দেওয়া হয়েছে। এদিন ফিরহাদ হাকিম জানান, ৭০০ কোটি টাকার জলপ্রকল্প শুরু হচ্ছে। এর মধ্যে ২০ মিলিয়ন ধাপা ও ১০ মিলিয়ন জল সরবরাহ হবে গড়িয়ায় (Garia)। পুরনো পাইপলাইন বদল করে ইউটিলিটি লাইন করা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের এই কাজের জন্য প্রস্তুত থাকতে বলেন মেয়র। এছাড়া ঘাটতি মিটিয়ে আয় বাড়াতে বকেয়া করা আদায়ের উপর জোর দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: সন্দেশখালিতে সভা পিছিয়ে দিল তৃণমূল, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী]
সপ্তাহের প্রথমেই ডিহাইড্রেশনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ফিরহাদ হাকিম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দলের অধীনে কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবু অসুস্থতা সত্ত্বেও কাজে অবিচল মেয়র। শুক্রবার বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল পেশের জন্য হাতে স্যালাইনের চ্যানেল-সহ, ডাক্তার-নার্সদের নিয়েই ঘণ্টাখানেকের জন্য বিধানসভায় এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবারও সেই অবস্থাতেই এলেন পুরসভায়। অসুস্থতার জন্য বাজেটের প্রথম ও শেষ পৃষ্ঠা পড়ে শোনান মেয়র। সকলকে বুঝিয়ে দেন গুরুত্বপূর্ণ কাজগুলি।