shono
Advertisement
Cyber Crime

সাইবার অপরাধ থেকে মহিলাদের রক্ষায় আরও সক্রিয় কলকাতা পুলিশ, নারী দিবসে নয়া ঘোষণা সিপির

সাইবার শাখার কাজ আরও বাড়ছে, তাই দুটি নতুন পদ তৈরি করা হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:27 PM Mar 08, 2025Updated: 04:29 PM Mar 08, 2025

নিরুফা খাতুন: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে তার অপব্যবহারও। ভারচুয়াল জগতে এখন মাথাব্যথার কারণ ক্রমবর্ধমান সাইবার অপরাধ। তার ফাঁদে পড়ে নারীরা বেশি প্রতারিত হন। তাই আজ, আন্তর্জাতিক নারী দিবসে শহরের মহিলাদের জন্য সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল তথা পুলিশ কমিশনার মনোজ বর্মা সেই পদক্ষেপের কথা জানিয়েছেন। সাইবার নিরাপত্তা আরও শক্তপোক্ত করতে দুটি নতুন পদ তৈরি করা হয়েছে বলে খবর। এই বিভাগে ডিসির উপর আসছেন যুগ্ম কমিশনার (সাইবার) এবং যুগ্ম কমিশনার (আইন)। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা সিপি মনোজ বর্মার।

Advertisement

আজ, আন্তর্জাতিক নারী দিবসে শহরের মহিলাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ আলাদা করে কোনও ব্যবস্থা নিচ্ছে কি না, সেই প্রশ্ন করা হয়েছিল সিপি মনোজ বর্মাকে। তিনি সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীদের নিরাপত্তায় নারীরাই এগিয়ে এসেছে। কলকাতা পুলিশে একটা বড় অংশ মহিলা অর্থাৎ পথে নেমে সুরক্ষার দায়িত্ব নিতে পারেন তাঁরাই।

তবে ইদানিং তো ভারচুয়াল জগতে অপরাধ বাড়ছে হু হু করে। অহরহ তার শিকার হচ্ছেন মহিলারা। তা নিয়ে কী ভূমিকা কলকাতা পুলিশের? এই প্রশ্নের উত্তরেই সিপি বলেন, ''আমরা একটা নতুন পদক্ষেপ নিচ্ছি। সাইবার শাখার কাজ আরও বাড়ছে। জয়েন্ট সিপি (সাইবার) এবং জয়েন্ট সিপি (লিগাল) এই দুটি নতুন পদ তৈরি হচ্ছে। আগামী ক্যাবিনেট বৈঠকে অনুমোদন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তাতে কাজ আরও ভালোভাবে হবে।'' এর পাশাপাশি সিপি আরও জানান, আইনি উপদেশের জন্য তৈরি হচ্ছে জয়েন্ট সিপি (লিগাল) পদটি। তাতে অপরাধের শিকার হওয়া থেকে বাঁচতে মহিলারা উপযুক্ত পরামর্শ পাবেন।

এসবের মাঝেই সিপিকে যাদবপুর কাণ্ড নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তা অবশ্য এড়িয়ে গিয়ে সিপির সংক্ষিপ্ত জবাব, ''মাননীয় হাই কোর্ট আমাদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি নিয়ে রিপোর্ট চেয়েছেন। আমরা সেই রিপোর্ট তৈরি করেছি, তা পেশ করব আদালতে। এর বেশি এখন কিছু বলা যাবে না।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক নারী দিবসে সাইবার অপরাধ থেকে নারীদের সুরক্ষিত করতে নয়া ঘোষণা কলকাতা পুলিশের।
  • সাইবার শাখায় দুই যুগ্ম কমিশনারের পদ তৈরি করা হয়েছে, জানালেন সিপি মনোজ বর্মা।
Advertisement