অর্ণব আইচ: শীত মানেই শহর কলকাতায় (Kolkata) রকমারি গরম পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়ে যান 'ভুটিয়া'রা। ওয়েলিংটন স্কোয়ারে তাঁদের ছোট ছোট দোকানে সস্তায়, কেতাদুরস্ত শীতের পোশাক অতি জনপ্রিয়। তবে বৃহস্পতিবার বিকিকিনির মাঝেই ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটে গেল। বিকেল সাড়ে ৪টে নাগাদ সেখানে দাউদাউ আগুন জ্বলে ওঠে। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও অজানা। তদন্ত শুরু হয়েছে।
এবছর শীতে রীতিমতো জবুথবু শহর কলকাতা। তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। সেইসঙ্গে হাড়কাঁপানো উত্তুরে হাওয়া, কুয়াশার চাদর। সবমিলিয়ে শীত এবার বেশ জাঁকিয়েই পড়েছে। ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে বিকিকিনিও জমজমাট। সস্তায় রকমারি পোশাকের সম্ভার এখানকার চেয়ে ভালো আর কিছু হয় না। এর মাঝেই বিপদ নেমে এল বৃহস্পতিবার বিকেলে। ঘড়িতে সময় তখন প্রায় সাড়ে ৪টে। আচমকাই ভুটিয়া মার্কেটে দাউদাউ আগুন চোখে পড়ে পথচলতি মানুষজনের। শীতের হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।খবর পাঠানো হয় দমকলে। চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পাঠানো হয় দমকলে। চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে খানিকটা সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। জানা গিয়েছে, বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সেখানে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। শীতে কেনাকাটার ভরপুর মরশুমে এমন লোকসানে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রান্সফরমারে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
