shono
Advertisement
America

আটলান্টিকে আগ্রাসন! ভেনেজুয়েলার পথে আরও এক তেলের ট্যাঙ্কার আটক আমেরিকার

রুশ তেল পরিবহণের অভিযোগে ওয়াশিংটন ওই ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
Published By: Amit Kumar DasPosted: 09:38 PM Jan 09, 2026Updated: 09:38 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলা অধিকারের পর সে দেশের পথে যাতায়াত করা তেলের ট্যাঙ্কারগুলি এবার মার্কিন নিশানায়। আটলান্টিকের ক্যারিবিয়ান সাগরে গত ৩ দিনে তৃতীয় তেলের ট্যাঙ্কার আটক করল মার্কিন সেনা। পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার পর এই নিয়ে ৫টি ট্যাঙ্কার আটক করল আমেরিকা। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন সামরিক বাহিনী।

Advertisement

আমেরিকার সাউদার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোরের দিকে অভিযান চালিয়ে আটক করা হয় ওই তেলের ট্যাঙ্কারকে। জানা যাচ্ছে, ওই ট্যাঙ্কারটির নাম 'ওলিনা'। যদিও কেন ট্যাঙ্কারটিকে টার্গেট করল আমেরিকা সে বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ তেল পরিবহণের অভিযোগে ওয়াশিংটন ওই ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। জানা যাচ্ছে, ভেনেজুয়েলার সঙ্গে সংঘাতের পর আমেরিকার আটক করা পঞ্চম ট্যাঙ্কার এটি।

উল্লেখ্য, এর আগে গত বুধবার মার্কিন সেনা পরপর দুটি ট্যাঙ্কার আটক করে। যার একটি ছিল রাশিয়ার ‘ম্যারিনেরা’ (সাবেক বেলা-১) নামের জাহাজ। এটিকে পাহারা দিতে একটি সাবমেরিন-সহ নৌসেনা মোতায়েন করার চেষ্টা করছিল রাশিয়া। তা সত্ত্বেও রুশ তেলবাহী জাহাজটিকে কব্জা করে মার্কিন মেরিন কমান্ডো বাহিনী। আমেরিকার দাবি, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল পরিবহণ করছিল ম্যারিনেরা। মার্কিন ফেডেরাল আদালত থেকে জারি হওয়া পরোয়ানার ভিত্তিই রুশ জাহাজ দখল করেছে আমেরিকা।

পালটা মস্কোর দাবি, আমেরিকা বেআইনি ভাবে তাদের জাহাজ আটকে রেখেছে। রুশ এমপি অ্যালেক্সেই জুরাভলেভের বলেন, রাশিয়ারও উচিত আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত করা। তাঁর কথায়, “জলসীমা থেকে কয়েক হাজার কিলোমিটার এগিয়ে এসে পাহারা দেয় মার্কিন উপকূলরক্ষী বাহিনী। টর্পেডো দিয়ে ওদের বোটও ডুবিয়ে দেওয়া উচিত। ভেনেজুয়েলায় অভিযানের পর থেকেই বাড়াবাড়ি শুরু করেছে আমেরিকা। গায়ের জোরেই ওদের আটকানো দরকার।” এই ডামাডোলের মাঝেই ফের এর তেলের ট্যাঙ্কার আটক করল আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলা অধিকারের পর সে দেশের পথে যাতায়াত করা তেলের ট্যাঙ্কারগুলি এবার মার্কিন নিশানায়।
  • আটলান্টিকের ক্যারিবিয়ান সাগরে গত ৩ দিনে তৃতীয় তেলের ট্যাঙ্কার আটক করল মার্কিন সেনা।
  • শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন সামরিক বাহিনী।
Advertisement