অর্ণব আইচ: সম্পর্কে টানাপোড়েনের জেরে খাস কলকাতার বুকে হাড়হিম কাণ্ড। প্রেমিকার বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে ছুরি হাতে ৪ তলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন যুবক! রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আক্রান্ত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পোস্তা থানা এলাকার শিবঠাকুর লেনে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল ওই বাড়িতে? প্রেমিকাকে খুনের চেষ্টার পর আত্মঘাতী হয়েছেন যুবক নাকি অন্য কিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থলে পড়ে রয়েছে ছুরি।
জানা গিয়েছে, পোস্তা থানা এলাকা শিবঠাকুর লেনের বাসিন্দা শিখা সিংহ। স্বামী দীপু সিংহের মৃত্যু হয়েছে বছর দুয়েক আগে। বর্তমানে ২ সন্তানকে নিয়ে তাঁর সংসার। স্বামী বেঁচে থাকতেই জগমোহন মল্লিক লেনের বাসিন্দা তথা অভিযুক্ত রাজেন্দ্র শর্মার সঙ্গে পরিচয় হয় শিখার। দীপুর মৃত্যুর পর শিখার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজেন্দ্রর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। সূত্রের খবর, একটা সময়ের পর বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন শিখা। এদিকে উপার্জন না থাকায় বিয়েতে রাজি ছিলেন না রাজেন্দ্র। এই নিয়ে যুগলের মধ্যে অশান্তি চলছিলই।
মঙ্গলবার সকালে বাড়িতে একাই ছিলেন শিখা। সেই সময় হাজির হন রাজেন্দ্র। এরপরই আচমকা তরুণীর আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। ছুটে যেতেই দেখেন রক্তাক্ত অবস্থায় সিঁড়ি দিয়ে নিচে নামছেন তিনি। এদিকে স্থানীয়দের একাংশ দেখেন, রাস্তার উপর রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় ছটফট করছেন রাজেন্দ্র। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আক্রান্ত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিয়ে নিয়ে বচসার মাঝেই প্রেমিকাকে এলোপাথাড়ি কোপান রাজেন্দ্র। এরপর ঝাঁপ দেন। যদিও নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
