shono
Advertisement

Kolkata Metro: রেকর্ড ভেঙে চতুর্থীতে সাড়ে ৭ লক্ষ যাত্রী আনাগোনা, কোন মেট্রো স্টেশনে বেশি ভিড়?

তৃতীয়ায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন মেট্রোয়।
Posted: 09:14 PM Oct 19, 2023Updated: 09:14 PM Oct 19, 2023

নব্যেন্দু হাজরা: উৎসবের মরশুমে মেট্রোয় জনজোয়ার। যাত্রীসংখ্যার নিরিখে তৃতীয়াকে টেক্কা চতুর্থীর। বুধবার মেট্রোয় মোট সাড়ে ৭ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন বলেই দাবি কর্তৃপক্ষের। সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছেন এসপ্ল্যানেড স্টেশনে।

Advertisement

মেট্রো রেল সূত্রে খবর, উত্তর-দক্ষিণ মেট্রো (ব্লু লাইনে) চতুর্থীতে ৭ লক্ষ ৪৯ হাজার ১৬০ জন যাত্রী যাতায়াত করেছেন। সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছেন এসপ্ল্যানেড স্টেশনে। মোট ৫৩ হাজার ২০ জন যাত্রী যাতায়াত করেছেন। ৫২ হাজার ১২০ জন যাত্রী যাতায়াত করেছেন কালীঘাট স্টেশনে। যাত্রীসংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রবীন্দ্রসদন। সেখানে যাতায়াত করেছেন ৪৫ হাজার ১০৩ জন।

[আরও পড়ুন: ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ পেল কোন কোন পুজো কমিটি? একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা]

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের হিসাব বলছে, উত্তর-দক্ষিণ মেট্রোয় (ব্লু লাইন) তৃতীয়ায় যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭জন। গত বছরের ষষ্ঠীতে সাত লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করেছিলেন ওইদিন। দমদম, এসপ্ল্যানেড, রবীন্দ্রসদন এবং কালীঘাটে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন। দমদমে ওই দিন মোট যাত্রী সংখ্যা ৭৫ হাজার ৩৪০, এসপ্ল্যানেডে ৫৪ হাজার ৮২১, রবীন্দ্রসদন ৪৪ হাজার ৫৪৫ এবং কালীঘাটে ৪৩ হাজার ৮৭১ জন যাত্রী ভিড় জমিয়েছিলেন।

উল্লেখ্য, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো(Special Metro For Durga Puja) চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবার রাতভর ৫-৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে FIR নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement