shono
Advertisement

Kolkata Metro: ভাইফোঁটার দিন চলবে কম সংখ্যক মেট্রো, দেখে নিন বিস্তারিত সময়সূচি

প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে বিশেষ বদল নেই।
Posted: 04:45 PM Oct 24, 2022Updated: 04:47 PM Oct 24, 2022

নব্যেন্দু হাজরা: উৎসবের মরশুমে আমজনতার সুবিধার কথা মাথায় রেখে বাড়তি মেট্রো চালায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। দুর্গাপুজো, দীপাবলি বা ক্রিসমাসে রাত পর্যন্ত মেট্রো চলে। এবছরও কালীপুজো ও দীপাবলির দিন রাত পর্যন্ত চলবে মেট্রো। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত প্রায় ১০টা নাগাদ। কিন্তু ভাইফোঁটায় (Bhatri Dwitiya)পরিষেবা কমাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৭ অক্টোবর ভ্রাতৃদ্বিতীয়া চলবে কম মেট্রো। বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন ২৩৪ টি মেট্রো চলাচল করবে। পরিবর্তন হচ্ছে মেট্রোর সময়সূচিতেও।

Advertisement

কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, ২৭ তারিখ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ১১৭ টি এবং উলটোপথে ১১৭ টি, মোট ২৩৪টি মেট্রো চলবে। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই। ওইদিন কবি সুভাষ (Kavi Subhas) থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০-এ। একই সময়ে অর্থাৎ সকাল ৬.৫০এ প্রথম মেট্রো পাওয়া যাবে দমদম (DumDum) থেকে কবি সুভাষের দিকে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। আবার সকাল ৬.৫৫ এ দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলাচল শুরু হবে।

[আরও পড়ুন: ক্ষমতা ছাড়া শান্তি স্থাপন অসম্ভব, কার্গিলে দীপাবলি উদযাপনে বার্তা মোদির]

দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল নেই। রাত ৯টা ২৮এ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে। সাড়ে ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। আর ৯টা ৪০এ দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো পাবেন যাত্রীরা। তবে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান অন্যান্য দিনের চেয়ে বেশি।

[আরও পড়ুন: ‘বিরিয়ানিতে কমছে পুরুষত্ব’, আজব দাবিতে ২টি দোকান বন্ধ করালেন রবীন্দ্রনাথ ঘোষ]

ওইদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) রুটেও কম মেট্রো চলবে। সারাদিনে আপ ও ডাউনে ৯০ টি মেট্রো চলাচল করবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৬.৫৫-এ মিলবে প্রথম মেট্রো। ২০ মিনিট পরপর মেট্রো পাওয়া যাবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত শেষ মেট্রো চলবে ৯.৩৫এ। সেক্টর ফাইভ থেকে রাত ৯.৪০এ শিয়ালদহগামী মেট্রো পাওয়া যাবে। এছাড়া দিনভর ২০ মিনিট পরপর মেট্রো পাবেন যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement