নব্যেন্দু হাজরা: ফের ব্যস্ত সময়ে মেট্রোর (Kolkata Metro) সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যাত্রীর। এবার ঘটনাস্থল ময়দান স্টেশন। যার জেরে ব্লু লাইনে ব্যাহত পরিষেবা। কর্তৃপক্ষ সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল ও মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা।
সোমবার বিকেল, স্বাভাবিকভাবেই অফিস ফেরত যাত্রীদের ভিড় ছিল সব মেট্রো স্টেশনেই। ময়দানের ছবিটাও ছিল একইরকম। ঘড়ির কাঁটায় ৫ বেজে ৫৮ মিনিট নাগাদ বিপত্তি। দক্ষিণেশ্বরগামী মেট্রো ময়দান স্টেশনে ঢুকতেই আচমকা ঝাঁপ দেন এক যাত্রী। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় উদ্ধার কাজ। এদিকে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। মেট্রো স্টেশনে বাড়তে থাকে ভিড়। কেউ পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করেন। কেউ আবার বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই আংশিকভাবে শুরু করা হয় পরিষেবা।
মেট্রো সূত্রে খবর, বর্তমানে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল ও মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মিলছে পরিষেবা। অর্থাৎ চাঁদনি চক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এখনও বন্ধ পরিষেবা। বছর প্রায় শেষ। স্বাভাবিকভাবেই সর্বত্র উৎসবের আমেজ। তা সত্ত্বেও সোমবারে প্রায় সকলকেই অফিসে যেতে হয়েছে। কমবেশি সকলেরই পরিকল্পনা ছিল তাড়াতাড়ি কাজ শেষ করে বন্ধু বা পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠা। তার মধ্যে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বেজায় ক্ষুব্ধ যাত্রীরা।
