সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে গৃহবন্দি মানুষদের ভরসা জোগাতে পথেই গান ধরল কলকাতা পুলিশ। উর্দি গায়ে তাঁরা গাইলেন মানবতার গান। রাজপথের এপ্রান্ত-ওপ্রান্ত থেকে শোনা গেল ‘উই শ্যাল ওভারকাম’ (We shall Overcome)। গানের মাধ্যমে ছড়িয়ে দিলেন সচেতন বার্তা। এমনই দৃশ্য ধরা পড়ল সম্প্রতি তিলোত্তমা কলকাতার বুকে।
COVID-19 মোকাবিলায় যেভাবে চিকিৎসকদের পাশাপাশি পুলিশেরাও ঝাঁপিয়ে পড়েছেন, তা সত্যিই সাধুবাদ জানানোর মতো। লকডাউনের জেরে তিলোত্তমার কলকাতার রাজপথও শুনশান। জরুরি পরিষেবার ছাড়া রাস্তায় দেখা নেই কোনও গাড়ির। সাদা উর্দিতে শহরজুড়ে মোতায়েন রয়েছেন হাজারো পুলিশ। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। গোটা শহর যখন সচেতনতার চাদরে মুড়েছে তখন ওঁদের কিন্তু ছুটি নেই। বিরাম নেই। কর্তব্যে অবিচল। কখনও কোনও রোগিকে হাসপাতাল পৌঁছে দিচ্ছেন তো আবার কখনও বা কোনও সার্জেন্টকে দেখা যাচ্ছে অভুক্ত বয়স্কের মুখে খাবার তুলে দিতে। দেশের স্বার্থে, দশের স্বার্থে উদয়াস্ত কর্তব্যে অবিচল থাকা সেই পুলিশরাই দক্ষিণ কলকাতার রাস্তায় মানবতার জয়গান গাইলেন।- ‘আমরা করব জয়…’ ।সুর-তাল কোনওটাতেই শিল্পীদের থেকে কম যান না তাঁরা। যে ভিডিও আপাতত ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
[আরও পড়ুন: লকডাউনে রক্তের আকাল, সংকট মেটাতে শিবির করলেন পুলিশকর্মীরা]
গৃহবন্দি হওয়ার জেরে ইতিমধ্যেই বিষাদগ্রস্থ হয়ে পড়েছেন শহরবাসী। ক্যালেন্ডার জানান দিচ্ছে ১৪ এপ্রিল আসতে এখনও ঢের দেরী! করোনা আতঙ্কে বাড়ি বাইরে পা রাখছেন না কেউই। অতঃপর বাইরের জগৎটাকে দেখতে এখ একমাত্র একচিলতে ব্যালকনিটাই ভরসা। গৃহবন্দি মানুষদের মনোবল বাড়াতেই বুধবার মহানগরীর রাস্তায় মাইক নিয়ে গান ধরলেন পুলিশেরা। তাঁদের সঙ্গে গলা মেলালেন গৃহবন্দি নাগরিকেরাও। কলকাতার বুকে এমন অভিনব দৃশ্য আগে কখনও দেখা গিয়েছে বলে মনে করা দায়!
আমার কিংবা আপনাদের মতো ওঁদেরও পরিবার রয়েছে, কিন্তু আমাদের মতো কোয়ারেন্টাইনে গৃহবন্দি থাকতে পারছেন না। সময় কাটাতে পারছেন মা-বাবা, স্ত্রী-সন্তানদের সঙ্গে। কারণ একটাই! জনগণের সেবার জন্যে। টানা ২১ দিনের ‘লকডাউন’ জারি হয়েছে দেশজুড়ে। কিন্তু মানবিকতা, সহমর্মিতাবোধ, ভালবাসা, বন্ধুত্ব এই সব মানবিক দিকগুলির উপর লকডাউন জারি করা হয়নি। তাই শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে একদিকে এই কলকাতা পুলিশ (Kolkata Police) যেমন কড়া মনোভাব পোষণ করছেন তেমনই অসহায় ও সম্বলহীনদের জন্যও এগিয়ে আসছেন। আবার কখনও বা শহরের রাস্তাতেই গেয়ে উঠছেন ‘আমরা করব জয়…।’
[আরও পড়ুন: রাজ্যে আরও এক COVID-19 আক্রান্তের মৃত্যু, লড়াই থামল নয়াবাদের বৃদ্ধের]
The post ‘আমরা করব জয়’, গৃহবন্দিদের মনোবল বাড়াতে পথেই মানবতার গান ধরল পুলিশ appeared first on Sangbad Pratidin.
