shono
Advertisement
Swachh Bharat Mission

দেশের সেরা কলকাতার শৌচালয়! পুরসভাকে সার্টিফিকেট দিল মোদি সরকার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে।
Published By: Kousik SinhaPosted: 09:09 AM Aug 24, 2025Updated: 09:09 AM Aug 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'স্বচ্ছ ভারত মিশন' কর্মসূচির আওতায় কলকাতার পাবলিক টয়লেট দেশের সেরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে। মহানগরীতে ৪৭৮টি গণ শৌচালয় আছে। এর মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য শৌচালয় প্রায় ১৭টি। এই শৌচালয়গুলি বেসরকারি সংস্থার তদারকিতে চলে।

Advertisement

জন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা কয়েক মাস আগে শহরের গণ শৌচালয়ের হাল হকিকত পরখ করতে আসেন। নিজেদের মতো করে বিভিন্ন গণ শৌচালয় দেখেন। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে পুরসভাকে 'ওডিএফ (ওপেন ডিফেকশন ফ্রি) প্লাস সার্টিফিকেট পাঠানো হয়েছে। যার অর্থ কলকাতার কোনও ওয়ার্ডে খোলা জায়গায় শৌচকর্ম করা হয় না। শুধু তাই নয়, একই সঙ্গে শংসাপত্রে বলা হয়েছে পুরসভার প্রতিটি শৌচালয় স্বাস্থ্যকর। কোনওরকম রোগ সংক্রমণের সম্ভাবনা নেই।

পুরসভা সূত্রে খবর, কলকাতার পঁচটি মেডিক্যাল কলেজে পুরসভা গণ শৌচালয় তৈরি করবে। পাশাপাশি ইএম বাইপাস থেকে কামালগাজি পর্যন্ত গোটা রাস্তায় ৯টি নতুন শৌচালয় তৈরি করা হবে। এ ছাড়াও কলকাতার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মহিলাদের জন্য শৌচালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে। এর জন্য সরকারি জমি খোঁজা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'স্বচ্ছ ভারত মিশন' কর্মসূচির আওতায় কলকাতার পাবলিক টয়লেট দেশের সেরা।
  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে।
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে পুরসভাকে 'ওডিএফ প্লাস সার্টিফিকেট পাঠানো হয়েছে।
Advertisement