স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ডিসেম্বর সকাল নটার পর থেকে গোটা দিনরাত টালা জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। শহরে পানীয় জল সরবরাহ ফের চালু হবে ১৫ ডিসেম্বর রবিবার সকালে। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পর এই খবর জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
মেয়র জানান, ‘‘টালা এবং পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণেই ১৪ তারিখ সকালের জল সরবরাহ করার পর পানীয় জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। তবে ১৫ ডিসেম্বর থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে। আগামী গ্রীষ্মে শহরে টানা পানীয় জল সরবরাহ চালু রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’’ টালা পলতা বন্ধ থাকায় উত্তর এবং মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার অন্তত সাতটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। একইরকমভাবে সল্টলেক পুরসভা এলাকার প্রায় ৪০ ভাগ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।
পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের অভিমত, পলতা জল উৎপাদন এবং টালা সরবরাহ কেন্দ্র মিলিয়ে অন্তত ৫০টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। এর মধ্যে যেমন পাইপের ছিদ্র মেরামত আছে, তেমনই চেক ভালভ, জলের চাপ নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন বিষয় রয়েছে। পুরসভার এক কর্তার কথায়, রোজ পলতা থেকে গড়ে ২৪২ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হয়। কিন্তু সবটা জল রোজ সরবরাহ করা হয় না। কারণ টালা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রাখতেই রোজ নিয়ম করে কিছুটা পানীয় জল রাখা হয়। বস্তুত গোটা কলকাতা পুর এলাকার অন্তত ৬৫ শতাংশ এলাকায় পানীয় জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে।