shono
Advertisement
Kunal Ghosh

'রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম-বিজেপি-কং', অবমাননা মামলায় তোপ কুণালের

এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়।
Published By: Sayani SenPosted: 02:20 PM May 19, 2025Updated: 05:03 PM May 19, 2025

গোবিন্দ রায়: অবমাননা মামলায় কুণাল ঘোষ-সহ যুক্ত সকলের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুন। "রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম, বিজেপি ও কংগ্রেস", এই মামলা প্রসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন কুণাল ঘোষ।

Advertisement

এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়। প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুণাল ঘোষের (Kunal Ghosh) নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সোমবার এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, "আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং রবিবার রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সে কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি সোমবার। আদালত আরেকটু সময় দিলে জমা হয়ে যাবে।"

এদিন মামলারই শুনানিতে কলকাতা হাই কোর্টে সশরীরে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখতে মিনিটদুয়েক সময় চান। কিন্তু বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনার আইনজীবী আছেন। আজকের জন্য এই পর্যন্ত থাক।" একথা জানিয়ে এজলাস ছাড়েন বিচারপতিরা। আগামী ১৬ জুন মামলার পরবর্তী শুনানি।

হাই কোর্ট থেকে বেরিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ওই বিক্ষোভের সময় আমি ছিলাম না। কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থনও করি না। কোন যন্ত্রণা থেকে এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীরা ওই অসংযত আচরণ করেছেন, সেটা ওঁরা জানেন। ওই কাণ্ড আমি সমর্থন করি না। কিন্তু বিজেপি, বাম আর কংগ্রেস স্রেফ আমাকে জড়ানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। তিন বিচারপতির বেঞ্চে আমার পূর্ণ আস্থা আছে। তাঁরা বুঝবেন, অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে।"

চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের উদ্দেশে তাঁর বার্তা, "যে কর্মপ্রার্থীরা একসময়ে দেখেছিলেন তাঁদের ধর্নামঞ্চে বাম, বিজেপি আইনজীবীরা গিয়ে সমর্থন করছেন। রাজ্য সরকার তাঁদের চাকরির ব্যবস্থা করার পর এখন সেই আইনজীবীদেরই কয়েকজন পালটা মামলা করে জটিলতা তৈরি করছেন। আমরা এঁদের চাকরির পক্ষে। ছেলেমেয়েগুলি বিপন্ন অবস্থায় আছেন। তবে কোর্ট চত্বরে কোনও বিশৃঙ্খলা বা আপত্তিকর আচরণ একেবারেই ঠিক হয়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবমাননা মামলায় কুণাল ঘোষ-সহ যুক্ত সকলের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
  • মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুন।
  • "রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম, বিজেপি ও কংগ্রেস", এই মামলা প্রসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন কুণাল ঘোষ।
Advertisement