shono
Advertisement
Garden Reach

আবু ধাবিতে লুকিয়ে গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের মূল অভিযুক্ত! জারি 'ইয়েলো কর্নার নোটিস'

২০২৪ সালের ১৭ মার্চ মাঝরাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ আবাসন ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের।
Published By: Tiyasha SarkarPosted: 05:52 PM Dec 21, 2025Updated: 05:53 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পরিচয় গোপন করে সংযুক্ত আরব আমিরশাহিতে আত্মগোপন করেছেন ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ শাহনওয়াজ। তাঁর জমিতেই গড়ে উঠেছিল ওই বহুতলটি। লালবাজার মহম্মদ শাহনওয়াজের হদিশ পেতেই গোটা বিষয়টা জানিয়েছে কলকাতা পুরসভায়। চেষ্টা করা হচ্ছে অভিযুক্তকে দেশে ফেরানোর। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শাহনওয়াজের বিরুদ্ধে ইন্টারপোলে জারি করা হয়েছে ইয়েলো কর্নার নোটিস।

Advertisement

২০২৪ সালের ১৭ মার্চ মাঝরাতে গার্ডেনরিচ (Garden Reach) এলাকায় একটি বেআইনি নির্মীয়মাণ আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের বসতিতে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় ১৩ জনের। ওই বিপর্যয়ের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রিপোর্ট তলব করে কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। স্বতন্ত্র তদন্তে নামে পুরসভা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অন্যতম অভিযুক্ত অর্থাৎ জমির মালিক শাহনওয়াজ। বিভিন্ন জায়গায় তল্লাশিতেও তাঁর নাগাল পায়নি তদন্তকারীরা। এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, দুর্ঘটনার পর কিছুদিন শহর ও শহরতলির একাধিক ঠিকানায় লুকিয়েছিলেন তিনি। পরবর্তীতে সুযোগ বুঝে উড়ে যান সংযুক্ত আরব আমিরশাহিতে। আবু ধাবিতে রয়েছেন তিনি। কর্মসূত্রে এমনিতেই আবুধাবি ও দুবাইয়ে যাতায়াত ছিল তাঁর। সেখানে কিছু পরিচিত ছিল স্বাভাবিকভাবেই। তাই সেদেশে থেকে যেতে বিশেষ সমস্যা হয়নি। তবে জানা গিয়েছে, নাম-পরিচয় গোপন করেই সেদেশে রয়েছেন শাহনওয়াজ।

প্রসঙ্গত, বহুতল বিপর্যয়ের ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ। ৭৩০ পাতার দীর্ঘ চার্জশিটে খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। সেই চার্জশিটে জমির মালিক শাহনওয়াজ, প্রোমোটার-সহ ৬ জনকে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য।
  • সূত্রের খবর, পরিচয় গোপন করে আবু ধাবিতে আত্মগোপন করেছেন ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ শাহনওয়াজ। তাঁর জমিতেই গড়ে উঠেছিল ওই বহুতলটি। লালবাজার মহম্মদ শাহনওয়াজের হদিশ পেতেই গোটা বিষয়টা জানিয়ে কলকাতা পুরসভায়।
  • চেষ্টা করা হচ্ছে অভিযুক্তকে দেশে ফেরানোর। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শাহনওয়াজের বিরুদ্ধে ইন্টারপোলে জারি করা হয়েছে ইয়েলো কর্নার নোটিস।
Advertisement