shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

'বাংলা কখনও মাথানত করবে না', ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে ফের হুঙ্কার মমতার

আরও একবার ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বিরোধিতার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচনে’ সায় দেয়। আর তারপরই X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী।
Published By: Sayani SenPosted: 08:27 PM Dec 12, 2024Updated: 08:55 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বিরোধিতার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচনে’ সায় দেয়। আর তারপরই X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

তিনি লেখেন, "বিরোধী দলের নেতা এবং বিশেষজ্ঞদের আপত্তি উড়িয়ে স্বৈরাচারী পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার। এক দেশ, এক নির্বাচন শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিবেচিত সংস্কার নয়। এটি স্বৈরাচারী পদক্ষেপ। এই পদক্ষেপ সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। আমাদের সাংসদরা এক দেশ, এক নির্বাচনে জোরালো প্রতিবাদ করেছেন। বাংলা কখনও একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথানত করবে না। এটি ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করার লড়াই।"

প্রথম থেকেই ‘এক দেশ, এক নির্বাচন’-এর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে চিঠিও লিখেছিলেন তিনি। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচনে’ সায় দেওয়ার পর আরও একবার সুর চড়ান মুখ্যমন্ত্রী। শুধু তৃণমূলই নয়, সিপিএম এবং কংগ্রেসও ‘এক দেশ, এক নির্বাচনে’র বিরোধিতায় সরব। যদিও বিজেপি বিরোধীদের আপত্তিতে আমল দিতে নারাজ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও একবার ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বিরোধিতার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচনে’ সায় দেয়।
  • X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী।
Advertisement