shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

'অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে,' ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
Published By: Kousik SinhaPosted: 03:50 PM Jan 27, 2026Updated: 05:10 PM Jan 27, 2026

কেউ কেউ নির্বাচনের আগে অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। নবান্নের বৈঠক থেকে ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মঙ্গলবার নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। আর সেখান থেকেই বঙ্গ নির্বাচনের আগেই অশান্তি ছড়ানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যেভাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন তা নিয়েও সরব হন তিনি।

Advertisement

আগামী কয়েকমাসের মধ্যেই বাংলায় নির্বাচন। তার আগেই এদিন অশান্তি নিয়ে রাজ্যবাসীকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, ''আমাদের যদি ৩০ শতাংশ কমিউনিটির যদি কোনও লোক থাকে তাহলে ঝগড়া করলে রোড অবরোধ করে দেবে। এমনই ২৬ শতাংশ সিডিউল কাস্ট রয়েছে। ৬ শতাংশ আদিবাসী রয়েছে। আদিবাসী কিছু হলেই ট্রেন অবরোধ করে বসে যায়।'' কিন্তু এমনটা তিনি চান না বলেই এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ''আমি চাই সবাই একসঙ্গে মিলে মিশে থাকুক।'' এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন নির্বাচনের আগে অশান্তির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন প্রশাসনিক প্রধান।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ''কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভোটের জন্য। কিন্তু আমাদের থাকতে হয় ৩৬৫ দিন।'' সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই বাংলা সবার''। তবে কে বা কারা এর পিছনে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।  অন্যদিকে এদিন ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা নিয়েও ফের মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''বাংলায় ভিন রাজ্যের দেড় কোটি শ্রমিক কাজ করেন। কিন্তু এখানে কেউ তাঁদের সমস্যা করে না। কিন্তু আমাদের শ্রমিকরা যখন বাইরের রাজ্যে কাজ করতে চান তাঁদের উপর খুব অত্যাচার করা হচ্ছে।'' এই অবস্থায় ফের একবার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এমনকী তাঁদের কাজের সুযোগ করে দেওয়ারও কথা জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement