পিছিয়ে যাচ্ছে রাজ্য বাজেট অধিবেশন (Budget Session)। ৩১ জানুয়ারি নয়। রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে ৩ ফেব্রুয়ারি। বাজেট পেশ হবে ৫ ফেব্রুয়ারি। সেই দিনই রাজ্যপালের ভাষণ ও বাজেট পেশ করা হবে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলবে। কেন তারিখ পরিবর্তন করা হল? বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছু অনির্বায কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। ২ ফেব্রুয়ারি বাজেট পেশের কথা ছিল। কিন্তু তা হচ্ছে না! স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আগামী ৩ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। আমাদের কিছু অসুবিধার কারণে, তারিখ পরিবর্তন করতে বাধ্য হয়েছি। বাজেটের দিন প্রথম সেশনে রাজ্যপালের ভাষণ হবে। দ্বিতীয় সেশনে বাজেট পেশ হবে।"
দুয়ারে ভোট। তৃতীয়বার তৃণমূল সরকারের শেষ বাজেট এটি। তবে পূর্ণাঙ্গ নয়, ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। ভোটের পর নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। প্রথমে শোনা যাচ্ছিল, ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। ২ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট। ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন পিছিয়ে গেল। এসআইআর নিয়ে স্পিকার বলেন, "জনপ্রতিনিধিরা বটেই, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। শোভনদেব একটি প্রস্তাব এনেছেন। তা নিয়ে আলোচনা হবে।"
তবে কী কারণে বাজেট পেশের দিন পিছিয়ে গেল, তা স্পষ্ট নয়। দু'টি বিষয় নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা। এক, ফেব্রুয়ারি মাসে রাজ্যের শাসকদলের একাধিক বড় কর্মসূচি রয়েছে। একটি অংশ আবার মনে করছে, ভোট অন অ্যাকাউন্ট বাজেটের শেষ মুহূর্তে বেশ কিছু বদল আনা হচ্ছে। কিছু বিল আসতে পারে। অন্য একটি অংশের ধারণা, ২৮ জানুয়ারি দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে ফিরবে, তা এখনও স্পষ্ট না হলেও বাজেট পিছিয়ে যাওয়ার পিছনে এটিও কারণ হতে পারে!
