shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

সিঙ্গুর থেকে সোজা দিল্লি! সর্বাত্মক প্রতিবাদে 'দিদি'র সঙ্গী SIR 'হয়রানি'তে নিহতদের পরিবারও

বুধবার দুপুরে সিঙ্গুরের ইন্দ্রখালির মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী, তারপরই নিহতদের পরিবারকে নিয়ে তাঁর দিল্লি উড়ে যাওয়ার কথা।
Published By: Sucheta SenguptaPosted: 02:37 PM Jan 27, 2026Updated: 03:18 PM Jan 27, 2026

আর একদিনও দেরি নয়। যেমন ভাবনা, তেমন কাজ। সোমবার, সাধারণতন্ত্র দিবসে জানিয়েছিলেন, এসআইআর প্রতিবাদ জোরদার করতে এবার দিল্লি সফরে যাবেন। মঙ্গলবার জানা গেল, বুধেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিন সিঙ্গুরের ইন্দ্রখালিতে জনসভা সেরেই তিনি রাজধানীর পথে রওনা দেবেন। এসআইআর (West Bengal SIR) 'হয়রানি'র জেরে এখনও পর্যন্ত যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের কয়েকজনের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের 'অবৈজ্ঞানিক' পদ্ধতিতে এসআইআর নিয়ে যে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেটাই এবার দেশজুড়ে সর্বস্তরে ছড়িয়ে দেবেন তিনি। এই সফরে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন কি না, তা এখনও অবশ্য জানা যায়নি।

Advertisement

সোমবার ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ফেব্রুয়ারির শুরুতে তিনি দিল্লি যাচ্ছেন। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই সেই সূচিতে বদল। সূত্রের খবর, ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই তাঁর সফর। চলতি সপ্তাহে কেন্দ্রের বাজেট অধিবেশন শুরু। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই অধিবেশনে তৃণমূল সাংসদদের সংসদীয় রণকৌশল ঠিক করে দিতে পারেন দলের চেয়ারপার্সন। সেই কারণে এই সময়ে তাঁর দিল্লিযাত্রা। তবে মমতার এবারের সফরের বিশেষ উদ্দেশ্য অবশ্যই দ্রুত ও অপরিকল্পিত উপায়ে এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়ার বিরোধিতার সর্বাত্মকভাবে ছড়িয়ে দেওয়া। আর সেই কারণেই এবার তাঁর সঙ্গী নিহতদের পরিবারের কয়েকজন সদস্য।

এর আগে এসআইআর প্রক্রিয়ায় আমজনতার হয়রানির প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ দলের শীর্ষ নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। তাতে শামিল হন সেলিব্রিটিরাও। ওইদিন মিছিল শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘নেত্রীর অনুমতি নিয়ে বলছি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে এক লক্ষ মানুষকে নিয়ে যাব।’’ এরপর গত বছরের শেষদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বে তৃণমূলের এক প্রতিনিধিদল দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে আপত্তির কথা তুলে প্রশ্ন করেন। পরে অভিষেক জানান, দিল্লিতে বড় আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের সফরে হয়ত সেই আন্দোলনেরই নেতৃত্ব দিতে দিল্লিযাত্রায় বাংলার 'দিদি'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement