সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৭৫ সালের ২৫ জুন। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম দিন। জারি হয়েছিল জরুরি অবস্থা। এবার সেই দিনে দেশজুড়ে 'সংবিধান হত্যা দিবস' পালনের নির্দেশ দিল কেন্দ্র। এই মর্মে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রক। কিন্তু তা নিয়ে চরম আপত্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর তোপ, 'আপনারা গণতন্ত্র মানেন? আজ দেশে গণতন্ত্র আছে?'। সাফ জানিয়ে দিলেন, রাজ্য ২৫ জুন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে না।
বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। জানান, কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক রাজ্য়ের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে। যেখানে বলা হয়েছে, ২৫ জুন প্রতিটি রাজ্যকে 'সংবিধান হত্যা দিবস' পালন করতে হবে। এই নির্দেশের তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর প্রশ্ন, "জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে। ২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? এর নেপথ্যে রাজনীতি রয়েছে।" এরপরই কেন্দ্রের বিজেপিকে তোপ দাগেন তিনি।
মমতার কথায়, "দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতিদিনই এই দিবস পালিত হওয়া উচিত। সংবিধান রোজ বদলানো হচ্ছে। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে।" জরুরি অবস্থায় যেভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল, বর্তমানে সেভাবেই খবর 'চেপে' দেওয়া হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। মোদির জমানায় দিনের পর দিন সংবিধান হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বলতে গিয়ে তুলে আনেন নোটবন্দির কথাও। সেই দিনটিকেও 'ব্ল্যাক মানি ডে' বলে ঘোষণার দাবি তুলেছেন মমতা (Mamata Banerjee)। একইসঙ্গে পহেলগাঁও হামলা, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কথা তুলে এনেছেন।
মুখ্যমন্ত্রীর সাফ কথা, বাংলা 'সংবিধান হত্যা দিবস' পালন করছে না। কারণ, এই বিজেপি সরকারের আমলে প্রতিদিনই সংবিধান হত্যা হচ্ছে। পালন করতে হলে প্রতিদিনই সংবিধান হত্যা দিবস পালন করতে হয়।