shono
Advertisement

বইমেলায় মমতার ‘কবিতাবিতান’-এর ইংরাজি অনুবাদ, প্রকাশিত হবে রাজনৈতিক প্রবন্ধের বইও

বইমেলায় প্রথমবার সুযোগ মিলবে সপ্তদশ শতাব্দীর প্রাচীন পুঁথি থেকে শুরু করে পুরনো পাণ্ডুলিপি চাক্ষুষ করার।
Posted: 09:02 AM Jan 04, 2023Updated: 09:07 AM Jan 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিক থাকলে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রচিত কবিতাবিতানের ইংরাজি অনুবাদ। এছাড়াও মুখ্যমন্ত্রীর ছোটদের জন্য লেখা বই এবং সমকালীন ইস্যুর উপর রাজনৈতিক প্রবন্ধের একাধিক বইও প্রকাশিত হতে চলেছে বইমেলায়।

Advertisement

স্প্যানিশ সংগীত শুনতে শুনতে বা স্পেনের বিখ্যাত ফ্ল্যামেঙ্গো নাচের তালের আবহে এবারে বইপ্রেমীরা পছন্দের বই নাড়াচাড়া, কেনাকাটা করার সুযোগ পাবেন। বই তো থাকছেই। পাশাপাশি, এবারের বইমেলায় (Kolkata International Book Fair) প্রথমবার মেলা প্রাঙ্গণেই সুযোগ মিলবে সপ্তদশ শতাব্দীর প্রাচীন পুঁথি থেকে শুরু করে পুরনো পাণ্ডুলিপি চাক্ষুষ করার। এশিয়াটিক সোসাইটি কলকাতার পক্ষ থেকে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হতে চলেছে বইমেলায়। থিম কান্ট্রি স্পেনের একঝাঁক নামকরা লেখকের পাশাপাশি সেখানকার নতুন লেখক, প্রকাশকরাও বইমেলা উপলক্ষে টানা কয়েকদিন কলকাতাবাসী হতে চলেছেন বলেই জানা গিয়েছে। স্প্যানিশ চলচ্চিত্রের জন্য আলাদা একটি ফেস্টিভ্যালও হবে এবার। প্রতিবারের মতোই বইমেলায় এবারও অংশগ্রহণ করছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ামুক্তই থাকছে কলকাতা বইমেলা।

[আরও পড়ুন: রাজ্যকে বদনাম করার ছক? হিংসা প্রমাণে বেসরকারি তথ্য অনুসন্ধানকারী দল আনছে বিজেপি]

মঙ্গলবার রাজধানী দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে গিল্ডের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশুশেখর দে’র সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ। যিনি নিজেও একজন লেখক হিসাবে বইমেলা প্রাঙ্গণে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল উপলক্ষে আলোচনায় অংশগ্রহণ করবেন।

বইমেলায় মুখ্যমন্ত্রীর কবিতাবিতানের ইংরাজি অনুবাদ প্রকাশের ইঙ্গিত মিলেছে সাংবাদিক বৈঠকেই। অন্যান্য বই প্রসঙ্গে সুধাংশু জানিয়েছেন, “বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বই প্রতিবারই প্রকাশিত হয়। এবছরও বেশ কয়েকটি বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে সেগুলি সম্পর্কে এখনই বিশদে বলা যাবে না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ১১২টি বই প্রকাশিত হয়েছে।” স্প্যানিশ সাহিত্যের সঙ্গে বঙ্গীয় সাহিত্যের সেতুবন্ধনের দিকটি তুলে ধরে রবীন্দ্রভারতীর সঙ্গে স্পেনের একটি মউ স্বাক্ষর হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। রবীন্দ্র সাহিত্যের স্প্যানিশ অনুবাদ হয়েছে, তুলে ধরা হয়েছে সে কথাও। এবারের বইমেলায় বাংলাদেশের ৭১টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। নতুন দেশ হিসাবে থাইল্যান্ডও অংশগ্রহণ করছে বইমেলায়।

[আরও পড়ুন: মামলার জেরে আটকে নিয়োগ, বিকাশ ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement