shono
Advertisement
Bangladeshi intruders

বাংলাদেশি থেকে ভারতীয়! ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ইকোপার্ক থেকে গ্রেপ্তার যুবক

পানিহাটি থেকে ধৃত তিন অনুপ্রবেশকারীকে জেরা করে অভিযুক্তের হদিশ মেলে।
Published By: Paramita PaulPosted: 02:00 PM Jun 08, 2025Updated: 02:00 PM Jun 08, 2025

অর্ণব দাস, বারাকপুর: অনুপ্রবেশকারীদের নকল পরিচয়পত্র তৈরির জাল ছড়িয়ে বহুদূর! এবার ইকোপার্ক চত্বর থেকে গ্রেপ্তার এক যুবক। অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র বানাত সে। পানিহাটি থেকে ধৃত তিন অনুপ্রবেশকারীকে জেরা করে এই অভিযুক্তের হদিশ মেলে।

Advertisement

ধৃতের নাম মহম্মদ জিয়াউদ্দিন মণ্ডল। ইকোপার্ক থানার অন্তর্গত ঘুনি পঞ্চায়েতের বাসিন্দা। তাকে রহড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আজ, রবিবার বারাকপুর আদালতে পাঠানো হবে তাকে। এর আগে তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল রহড়া থানার পুলিশ। তাদের জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, অনুপ্রবেশকারীদের মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র বানিয়ে দিত জিয়াউদ্দিন। তার সঙ্গে পাসপোর্ট কাণ্ডে ধৃতদের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জাল পরিচয়পত্র বানানোর চক্রের সঙ্গে আর কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের কেউ যুক্ত কি না সেদিকেও নজর রেখেছেন তদন্তকারীরা। 

প্রসঙ্গত, অনুপ্রবেশকারী অভিযোগে পানিহাটির ফ্ল্যাট থেকে বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। ধৃত অদিতি ওরফে প্রিয়ার আগে যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা সকলে অদিতির ভাইবোন। প্রথমে দিদি অদিতি ওরফে প্রিয়া, তারপরে ভাইবোন আবু তাদের ও আসমা অবৈধভাবে এদেশে এসেছিল কর্মসংস্থানের খোঁজে।

জানা গিয়েছে, ধৃত অদিতি ওরফে প্রিয়া বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার সঙ্গে প্রথমে কেষ্টপুরের এক ব্যক্তির ফেসবুকে আলাপ হয়েছিল। সেই সূত্রে ২০১৯ সালে যশোর হয়ে প্রিয়া এদেশে এসে প্রথমে কেষ্টপুরে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে বিয়েও হয় প্রিয়ার। তারপর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে স্বামীর সঙ্গে বসবাস শুরু করে। সেই ঠিকানায় জাল ভোটার, আধার, প্যান কার্ড ও রেশন কার্ড বানিয়ে প্রিয়া খাতুন হয়ে ওঠে অদিতি পাত্র। তারপর থেকে পাকাপাকিভাবে এদেশে থাকা শুরু করে সে। এই কাজেই জিয়াউদ্দিন তাকে সাহায্য় করেছিল বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুপ্রবেশকারীদের নকল পরিচয়পত্র তৈরির জাল ছড়িয়ে বহুদূর!
  • এবার ইকোপার্ক চত্বর থেকে গ্রেপ্তার এক যুবক।
  • অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র বানাত সে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার