shono
Advertisement
Kolkata

বছরের শেষ রাতে 'ওয়ান ওয়ে' কলকাতার বহু রাস্তা! একাধিক এলাকায় নো পার্কিং

তিলোত্তমাকে যানজটমুক্ত করে ভিড় নিয়ন্ত্রণ করাই কলকাতা পুলিশের অন্যতম বড় চ্যালেঞ্জ।
Published By: Paramita PaulPosted: 02:56 PM Dec 31, 2024Updated: 03:10 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষে উৎসবমুখর তিলোত্তমা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় পর্যটকের ঢল। রাত গড়ালেই ভিড় হবে পার্ক স্ট্রিটমুখী। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ভিড়ও। বাড়বে গাড়ি চলাচল। রাস্তাকে যানজটমুক্ত করে ভিড় নিয়ন্ত্রণ করাই কলকাতা পুলিশের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই সন্ধের পর থেকে বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা। করা যাবে না পার্কিংও।

Advertisement

বছরের শেষ রাতে ভিড় জমে মূলত ধর্মতলা, পার্কস্ট্রিট চত্বরে। সে কথা মাথায় রেখেই কলকাতা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত তিনটে পর্যন্ত পার্ক স্ট্রিটের রাস্তা ওয়ান ওয়ে থাকবে। জওহরলাল নেহরু রোড বা চৌরঙ্গী এবং এজেসি বোস রোডের মাঝেও ওয়ান ওয়ে। শেক্সপিয়র সরণি ধরে একমুখী গাড়ি চলবে। ওয়ান ওয়ে থাকবে হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট। একই অবস্থা থাকবে ক্যামাক স্ট্রিটেও।

বেশকিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। যেমন রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না। পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে যেতে হলে মোড় নেওয়া যাবে না ডান দিকে। গাড়ি পার্ক করতে হবে রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিম দিকে। ফ্রি স্কুল স্ট্রিট, উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের কিছু অংশে পার্কিং করা যাবে।

বর্ষশেষ মানেই রাস্তায় চারচাকার ভিড়। রেস্তরাঁ-ডিস্কো-পাবের সামনে ভিড় জমাবে বহু গাড়ি। ফলে যানযটের সমস্যা হতে পারে। সে কথা মাথায় রেখেই কোথায় কোথায় গাড়ি পার্কিং করা যাবে না, তারও তালিকা দিয়েছে লালবাজার। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট এবং উড স্ট্রিটের বিস্তীর্ণ অংশে গাড়ি রাখা যাবে না। তবে এই তালিকায় থাকা বেশকিছু রাস্তার কিছু অংশে পার্কিংয়ের অনুমতি রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষশেষে উৎসবমুখর তিলোত্তমা।
  • সকাল থেকেই বিভিন্ন জায়গায় পর্যটকের ঢল।
  • রাত গড়ালেই ভিড় হবে পার্ক স্ট্রিটমুখী।
Advertisement