shono
Advertisement
Train Cancelled

দোল পূর্ণিমায় 'ফেস্টিভ মুডে' রেল! হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন

Published By: Subhankar PatraPosted: 02:32 PM Mar 13, 2025Updated: 05:52 PM Mar 13, 2025

সুব্রত বিশ্বাস: শুক্রবার দোল উৎসব। রঙের উৎসবে 'ফেস্টিভ মুডে' রেল! হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে বহু ট্রেন! বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে পূর্ব রেল। দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে। দোল উৎসব জাতীয় ছুটি থাকায় যাত্রীদের চাপ কম থাকবে ঠিকই, কিন্তু যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা ভোগান্তির শিকার হবেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখা ও মেইন লাইনে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে সকাল বেলার দিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমান শাখায় এক জোড়া ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদহ- রানাঘাট শাখায় মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। একভাবে রানাঘাট-গেদে শাখায় ৪ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে না। শিয়ালদহ-গেদে শাখায় তিনটি ট্রেন বাতিল থাকছে। রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে দুটি ট্রেন বাতিল। রানাঘাট-নৈহাটি রুটে একজোড়া বাতিল করা হয়েছে। রানাঘাট -শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে শান্তিপুর যাওয়ার আটটি ট্রেন চলবে না।

এছাড়াও রানাঘাট বনগাঁ, শিয়ালদহ-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, শিয়ালদহ- নৈহাটি , বারাসত-বনগাঁ, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, ডানকুনি, রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে বহু লোকাল। শিয়ালদহ থেকে বারুইপাড়া, ডায়মন্ড হারবার, বিবাদী-বাগ, সোনাপুর, ক্যানিং, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

একই ভাবে হাওড়া ডিভিশনেও ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইনে তিনটি আপ ট্রেন, ডাউনে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে তিনজোড়া ট্রেন বাতিল করা হয়েছে। একই লাইনে সাতটি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল।

হাওড়া-ব্যান্ডেল শাখার মেইন লাইনে চারজোড়া ট্রেন বাতিল। ডাউনে বাতিল সাতটি ট্রেন। একইভাবে হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর, বর্ধমান-কাটোয়া শাখার আপ-ডাউনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

ট্রেন বাতিলের সঙ্গে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে কাউন্টার খোলার টাইমেও পরিবর্তন করা হয়েছে। সকাল ৮টায় খোলার পরবর্তীতে দুপুর ২টো থেকে কাউন্টার খুলবে। শুধুমাত্র দোল উৎসবের দিনের জন্যই এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে রেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার দোল উৎসব। রঙের উৎসবে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বহু ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে পূর্ব রেল।
  • দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে।
  • যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁরা ভোগান্তির শিকার হবেন বলে মনে করা হচ্ছে।
Advertisement