নিরুফা খাতুন ও বিধান নস্কর: বেলেঘাটার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল বৃদ্ধা ও তাঁর পোষ্যের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মোমবাতি থেকেই এই ভয়ংকর কাণ্ড।
জানা গিয়েছে, মৃতার নাম অমিতা দাস। তাঁর বয়স ৭৫ বছর। বেলেঘাটার আরএন সিংহ রোডের একটি আবাসনের চারতলার ফ্ল্যাটে থাকতেন তিনি। এদিন ঘরে পোষ্যের সঙ্গে ছিলেন বৃদ্ধা। পাশের ঘরে মেয়ে ও জামাই ছিলেন। সাড়ে আটটা নাগাদ আচমকাই আচমকাই আগুন লাগে। অমিতাদেবীর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তড়িঘড়ি ছুটে যান সকলে। ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে লেলিহান শিখা। ছড়িয়েছে পাশের ফ্ল্যাটেও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল। মুহূর্তের মধ্য়ে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় তাঁদের।
কোনওক্রমে দগ্ধ অবস্থায় প্রথমেই বৃদ্ধাকে উদ্ধার করে আধিকারিকরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিনে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। দমকল আধিকারিকরা বলেন, কী থেকে এই আগুন তা এখনই বোঝা সম্ভব নয়। তবে অনুমান, মোমবাতি থেকেই ঘটনা।