রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আর জি কর ইস্যুতে সিপিএমের প্রতিবাদ কর্মসূচি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট বিকৃত করার অভিযোগ। শুধু তাইই নয়, বিকৃত পোস্টে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে 'ধর্ষক' বলে দাগিয়ে দেওয়া! সোশাল মিডিয়ায় এহেন অপমানজনক কাণ্ড নজরে পড়তেই লালবাজারের দ্বারস্থ হলেন সেলিম। দীর্ঘ অভিযোগপত্রে তিনি বিস্তারিত জানিয়ে ভারতীয় ন্যায় সংবিধান অনুযায়ী অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন।
অভয়ার সুবিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি ছিল সিপিএমের। সেখানে অংশ নিতে দেখা যায় মহম্মদ সেলিমকে। দলের সমর্থক জনৈকা সুপ্তি কাঞ্জিলাল সেই ছবি শেয়ার করে এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ''তিলোত্তমাকে মনে রেখে। তিলোত্তমার সুবিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করছেন মহম্মদ সেলিম।'' পরবর্তীতে সেই ছবিই রিটুইট করে পার্থ গঙ্গোপাধ্যায় নামে একজন লেখেন, ''একজন ধর্ষক এক ধর্ষিতার বিচারের জন্য সই সংগ্রহ করছেন।'' সেলিমের দাবি, ওই পার্থ গঙ্গোপাধ্যায় তৃণমূলের সক্রিয় সমর্থক।
তাঁর এই পোস্টের বিরুদ্ধে সোজা লালবাজারের দ্বারস্থ হয়েছেন সেলিম। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট বিকৃত করে 'ধর্ষক' তকমা দেওয়া অপমানজনক ও অপপ্রচার বলে অভিযোগ তাঁর। এর কারণে তাঁর ব্যক্তিগত, রাজনৈতিক জীবন যথেষ্ট বিধ্বস্ত হচ্ছে। সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, দলের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় এই পোস্ট সিপিএমের পক্ষেও বেশ অস্বস্তিদায়ক। সরাসরি লালবাজারে অভিযোগ জানিয়ে সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ওই পার্থ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ। তাঁর এক্স হ্য়ান্ডল থেকে যাতে আর এমন কিছু পোস্ট না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সেলিম।