দিনের শুরুতেই মেট্রো পরিষেবায় বিভ্রাট। ব্লু লাইনে সমস্যা দেখা দিয়েছে। দক্ষিণেশ্বর থেকে বরানগর স্টেশনের মধ্যে মেট্রো চলাচল আপাতত বন্ধ। সিগন্যালিংয়ের সমস্যা হয়েছে বলে মেট্রো সূত্রে প্রাথমিক খবর। ঘটনায় যাত্রী হয়রানি দেখা দিয়েছে।
বুধবার, কর্মব্যস্ত দিনে নিত্যযাত্রী থেকে অফিসযাত্রীরা কাজের জন্য নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কলকাতা শহরের অন্যতম পরিবহণ ব্যবস্থা হল মেট্রো রেল পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনের মেট্রো পরিষেবা নিত্যদিনই যাত্রীদের চাপ থাকে। সেই লাইনেই এদিন ফের সমস্যা দেখা দিল। কাজের দিন সকালেই সিগন্যাল বিভ্রাট দেখা যায় মেট্রোতে। ফলে মেট্রো রেল চলাচলে সমস্যা দেখা যায়।
সকাল ৮.১৫ মিনিট নাগাদ সিগন্যাল ব্যবস্থায় সমস্যা শুরু হয়। ফলে মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটে। ঘটনায় দক্ষিণেশ্বর থেকে বরানগর স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ করা হয়। আপ ও ডাউন লাইনে বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখা হয়। এদিকে সকালেই এই মেট্রো চলাচলে বিভ্রাটে নাকাল হতে হয় সাধারণ মানুষদের। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে বহু যাত্রীকেই অপেক্ষা করতে হয়। পরিষেবা কখন স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় না থেকে অনেক যাত্রীই অন্যান্যভাবে গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। মেট্রো পরিষেবায় বিভ্রাটের জন্য ক্ষোভও তৈরি হয় যাত্রীদের মধ্যে।
সিগন্যাল ব্যবস্থা ঠিক করার জন্য দ্রুত কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা। বেশ কিছু সময় পরে সিগন্যাল ঠিক হয়। ফের দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিকভাবে শুরু হয়। চলতি মাসেই একাধিকবার মেট্রো পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে।
