shono
Advertisement

Breaking News

Anandapur Fire Incident

আনন্দপুরে নেই, সভাপতি বরণে ব্যস্ত নেতারা, পদ্মশিবিরে তুলকালাম

ঘটনাস্থলে এবং মৃত-নিখোঁজদের পরিবারের পাশে বিজেপির কাউকে সেভাবে দেখা যায়নি।
Published By: Sayani SenPosted: 12:13 PM Jan 28, 2026Updated: 03:26 PM Jan 28, 2026

আনন্দপুর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত আটজনের দেহ পাওয়া গিয়েছে। নিখোঁজ একাধিক। রবিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আনন্দপুরের (Anandapur Fire Incident) নাজিরাবাদে পুড়ে ছাই হয়ে গিয়েছে মোমো তৈরির কারখানা ও গুদাম। এই ঘটনার পর ঘটনাস্থলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে দলেই। আনন্দপুরের ঘটনাস্থলে মঙ্গলবার পর্যন্ত রাজ্য বিজেপির কোনও শীর্ষনেতা যাননি। অথচ, দুর্গাপুরে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে তখন ফুল নিয়ে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে দলের রাজ্যের শীর্ষনেতাদের। ঘটনাস্থলে এবং মৃত-নিখোঁজদের পরিবারের পাশে বিজেপির কাউকে সেভাবে দেখা যায়নি।

Advertisement

আনন্দপুরের মোমো কারখানার ভিতর দমকলকর্মীরা

মঙ্গল ও বুধবার দু'দিনের রাজ্য সফরে বিজেপি সভাপতি নীতিন নবীন। মঙ্গলবার দুর্গাপুরে দলের তরফে আয়োজিত কমল মেলার উদ্বোধনের পাশাপাশি রাতে দলীয় বৈঠকও করেছেন নীতিন। এদিন বিকেলে নীতিনকে অণ্ডাল বিমানবন্দরে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। গেরুয়া শিবিরের মধ্যে প্রশ্ন, আনন্দপুরের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিলেও কেন ঘটনাস্থলে এলেন না রাজ্য বিজেপির শীর্ষনেতারা?

দমদম বিমানবন্দরে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে অভ্যর্থনা জানাতে বঙ্গ বিজেপি নেতারা। ছবি: ফেসবুক

শুধুমাত্র ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও স্থানীয় কিছু বিজেপি কর্মী-সমর্থকরা মঙ্গলবার বেলায় গিয়েছিলেন ঘটনাস্থলে। যেটা নামকাওয়াস্তে বলেই মনে করছে পদ্মশিবিরের একাংশ। দলের একাংশের কথায়, এই ধরনের বড় ইস্যু ধরতেই পারল না বিজেপি। আবার আনন্দপুরের ঘটনায় মৃত-নিখোঁজদের প্রায় সকলেই পূর্বমেদিনীপুরের বাসিন্দা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। শুভেন্দু সমাজমাধ্যমে আনন্দপুর অগ্নিকাণ্ডে 'ম্যান মেড ট্র্যাজেডি' তত্ত্ব খাড়া করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement