shono
Advertisement

Breaking News

তৃণমূল-কংগ্রেস নৈকট্যে ক্ষুব্ধ সেলিম! জোট ভাঙার আশঙ্কা সিপিএমের

জোট প্রশ্নে কংগ্রেসের কোর্টে বল ঠেলছেন সিপিএমের রাজ্য সম্পাদক।
Posted: 09:39 PM Dec 20, 2023Updated: 09:41 PM Dec 20, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাংলায় কংগ্রেসের সঙ্গে সিপিএমের আদৌ জোট হবে কি হবে না, তা স্পষ্ট করতে পারলেন না সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম। উলটে বুঝিয়ে দিলেন কংগ্রেসের দোনামনায় সিপিএম বেশ ক্ষুব্ধ। বাংলায় তৃণমূল ও কংগ্রেস জোট হয়ে গেলে তা হলে বঙ্গ সিপিএম অকুল পাথারে পড়ে যাবে তা স্পষ্ট। আর সেই সম্ভাবনাই আশঙ্কায় রাখছে সেলিমকে।

Advertisement

এদিন সাংবাদিক বৈঠকে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন শুনে দায় এড়িয়ে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনকে দেখিয়ে দিলেন সেলিম। সিপিএম নেতৃত্ব এটা বুঝে গিয়েছে যে, কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতা হবে কি না তা পুরোটা নির্ভর করছে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপর। বাংলায় তৃণমূল ও কংগ্রেস জোট হয়ে গেলে তা হলে বঙ্গ সিপিএম (CPIM) অকুল পাথারে পড়ে যাবে তা স্পষ্ট।

[আরও পড়ুন: ভিডিও না তুললে…! উপরাষ্ট্রপতির ‘মিমিক্রি’ বিতর্কে ঘুরিয়ে রাহুলকেই কাঠগড়ায় তুললেন মমতা?]

আর আগামী লোকসভা ভোটে (Lok Sabha Election) বাংলায় এই জোট যদি হয়ে যায় তাহলে সিপিএম কি করবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বুধবার মহম্মদ সেলিম (Mohammad Selim) বলেন, ‘‘বিজেপি ও তৃণমূল বিরোধী যে শক্তি আছে তাদের সঙ্গে আমরা আসন সমঝোতা করব। বাকি প্রশ্ন বিধানভবনে জিজ্ঞেস করুন।’’ বাংলায় শক্তিশালী বন্ধু তৃণমূলের হাত যদি কংগ্রেস ধরে ফেলে সেই চিন্তার মেঘ যে আলিমুদ্দিনের মাথায় ছেয়ে বসেছে তা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: সাসপেন্ড আরও দুই সাংসদ, কার্যত বিরোধীশূন্য লোকসভা]

নভেম্বর থেকেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে বলেও তা শুরু করতে পারেনি সিপিএম। অসহায়ভাবেই তারা কংগ্রেস হাই কমান্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে। জোট নিয়ে কংগ্রেসের (Congress) ভূমিকা কি হয় দেখেই পার্টির আসন্ন রাজ‌্য কমিটির বৈঠকে রণকৌশল ঠিক করবে দোলাচলে থাকা আলিমুদ্দিন। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সিপিএমের রাজ‌্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই ঠিক হবে নিচু থেকে উঁচুস্তরে লোকসভা ভোটের কার্যপদ্ধতি কি হবে। তার মধ্যে যদি কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা খারিজ হয়ে যায়, তাহলে বামেদের লড়াই হবে ‘একলা চলো’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার