shono
Advertisement
Calcutta High Court

'সরাসরি শ্রমিকদের হাতে যাক টাকা', ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় মন্তব্য হাই কোর্টে

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কথায়, "যারা মনরেগায় কাজ করেন তাঁরা গরিব। তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য"
Published By: Tiyasha SarkarPosted: 02:26 PM Jan 14, 2026Updated: 03:18 PM Jan 14, 2026

দীর্ঘদিন ধরেই ১০০ দিনের কাজ নিয়ে মামলা চলছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বুধবার সেই মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের মন্তব্য, ''১০০ দিনের কাজের টাকা সরাসরি শ্রমিকদের হাতে যাক।" তিনি আরও বলেন, "যারা মনরেগায় কাজ করেন তাঁরা গরিব। তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য।"

Advertisement

রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে গতবছর জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কোনও কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, বলে মন্তব্য করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। শীর্ষ আদালতে মামলাটি ওঠে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানি শেষে ১০০ দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ।  কিন্তু এই সংক্রান্ত আরও একাধিক মামলা রয়েছে কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানিতে বুধবার রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্র যা অভিযোগই করুক না কেন সবার আগে টাকা দিতে হবে।" পালটা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বলেন, "ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতি হয়েছে। দোষীদের শাস্তি ও তদন্ত চালাতে হবে। আর গোটা দুর্নীতির সঙ্গে রাজ্য যে যুক্ত, সেটা প্রমাণিত। তাই তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। রাজ্যের বিরুদ্ধেই মূল অভিযোগ। এখন এই মামলার পিছনে তাঁদের কী উদ্দেশ্য? 

দু'পক্ষের সওয়াল জবাবের মাঝে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, "যারা মনরেগায় কাজ করেন তাঁরা গরিব। তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই চাই টাকা ১০০ দিনের টাকা পৌঁছে যাক শ্রমিকদের হাতে। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement